ETV Bharat / state

Corona in Bengal : বাড়ল করোনায় মৃতের সংখ্যা, সল্টলেক ও দমদমে একাধিক কনটেনমেন্ট জোন

author img

By

Published : Oct 25, 2021, 7:16 PM IST

Updated : Oct 25, 2021, 8:37 PM IST

গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 3 জনের, উত্তর 24 পরগনায় 3 জনের ৷ নদিয়ায় মারা গিয়েছেন 2 জন ৷ দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

Corona in Bengal
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ কমে হল 805, বাড়ল মৃত্যু

কলকাতা, 25 অক্টোবর : পুজোর পর থেকেই রাজ্যে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ ৷ সোমবার দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও সার্বিকভাবে পুজোর আগের তুলনায় রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সল্টলেক, দমদম, বারাসতের বেশকিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, জলপাইগুড়ির বেশকিছু এলাকা ৷

তবে সোমবার রাজ্যে সামান্য কমেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 805 জন ৷ আগের দিন যা ছিল 989 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 229 জন, উত্তর 24 পরগনায় 142 জন ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 3 জনের, উত্তর 24 পরগনায় 3 জনের ৷ নদিয়ায় মারা গিয়েছেন 2 জন ৷ দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের৷ আগের দিন মৃত্যু হয়েছিল 10 জনের৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 87 হাজার 260 জন৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 807 জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 60 হাজার 325 জন৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 869 জন৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 66 জনের ৷

আরও পড়ুন :Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী

তবে আগের দিনের থেকে নমুনা পরীক্ষা কিছুটা কমেছে ৷ গতকাল 42 হাজার 622 জনের নমুনা পরীক্ষা হয়েছিল ৷ আজ 29 হাজার 109 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 89 লাখ 57 হাজার 298 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লাখ 93 হাজার 522 জন৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 51 হাজার 573 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 23 লাখ 56 হাজার 397 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 96 লাখ 89 হাজার 26 জন ৷

কলকাতা, 25 অক্টোবর : পুজোর পর থেকেই রাজ্যে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ ৷ সোমবার দৈনিক করোনা সংক্রমণ কিছুটা কমলেও সার্বিকভাবে পুজোর আগের তুলনায় রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সল্টলেক, দমদম, বারাসতের বেশকিছু এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে ৷ এই তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা, হাওড়া, জলপাইগুড়ির বেশকিছু এলাকা ৷

তবে সোমবার রাজ্যে সামান্য কমেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 805 জন ৷ আগের দিন যা ছিল 989 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 229 জন, উত্তর 24 পরগনায় 142 জন ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 3 জনের, উত্তর 24 পরগনায় 3 জনের ৷ নদিয়ায় মারা গিয়েছেন 2 জন ৷ দক্ষিণ চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় 1 জন করে প্রাণ হারিয়েছেন ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের৷ আগের দিন মৃত্যু হয়েছিল 10 জনের৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 87 হাজার 260 জন৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 807 জন ৷ সবমিলিয়ে করোনা রাজ্যে থেকে সেরে উঠেছেন 15 লাখ 60 হাজার 325 জন৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 869 জন৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 19 হাজার 66 জনের ৷

আরও পড়ুন :Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী

তবে আগের দিনের থেকে নমুনা পরীক্ষা কিছুটা কমেছে ৷ গতকাল 42 হাজার 622 জনের নমুনা পরীক্ষা হয়েছিল ৷ আজ 29 হাজার 109 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 89 লাখ 57 হাজার 298 ৷

আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লাখ 93 হাজার 522 জন৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 51 হাজার 573 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 5 কোটি 23 লাখ 56 হাজার 397 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 96 লাখ 89 হাজার 26 জন ৷

Last Updated : Oct 25, 2021, 8:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.