কলকাতা, 28 ডিসেম্বর : রাজ্যে এক ধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Corona Update in Bengal) ৷ মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 752 জন ৷ আগের দিন যা ছিল 439 জন ৷ এর মধ্যে কলকাতায় আক্রান্ত হয়েছেন 382 জন, উত্তর 24 পরগনায় 102 জন ৷
অন্যদিকে, সামান্য কমেছে মৃতের সংখ্যা ৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন (Died of Corona in Bengal) 7 জন ৷ যা আগের দিনের তুলনায় 3 জন কম৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 19 হাজার 733 জনের ৷
রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 16 লাখ 31 হাজার 817 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 721 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 16 লাখ 4 হাজার 627 জন ৷
বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 7 হাজার 457 জন ৷ আজ 32 হাজার 16 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 12 লাখ 73 হাজার 786 ৷
আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 35 হাজার 761 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 4 লাখ 74 হাজার 782 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 43 লাখ 3 হাজার 512 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 3 কোটি 78 লাখ 44 হাজার 328 জন ৷
আরও পড়ুন : Covid Vaccination Update : প্রায় সাড়ে সাত কোটি 15-18 বছর বয়সী কোভ্যাকসিন পাবে, জানাল স্বাস্থ্য মন্ত্রক