ETV Bharat / state

West Bengal Corona Update : সামান্য কমে দৈনিক আক্রান্ত 650, মৃত 6 - আগের চেয়ে কমল দৈনিক সংক্রমণ

জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা উত্তর 24 পরগনায় ৷ এই জেলায় 88 জন আক্রান্ত হয়েছেন ৷ তারপরই রয়েছে কলকাতা ৷ এখানে 87 জন আক্রান্ত হয়েছেন ৷

West Bengal registers 650 new covid-19 cases in last 24 hours
দৈনিক সংক্রমণ কমে 650, মৃত 6
author img

By

Published : Aug 29, 2021, 8:22 PM IST

কলকাতা, 29 অগস্ট : রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 650 জন ৷ গতকাল যে সংখ্যা ছিল 661 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 6 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 7 জনের ৷

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 47 হাজার 548 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 683 জন ৷ সবমিলিয়ে সুস্থের সংখ্যা 15 লাখ 20 হাজার 55 ৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা 18 হাজার 423 ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 70 জন ৷

আরও পড়ুন : করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে সতর্কতাতেই জোর চিকিৎসকদের

আজ মোট 41 হাজার 114 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্যে সবমিলিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 69 লাখ 40 হাজার 427 ৷ আজ 3 লাখ 19 হাজার 449 জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 লাখ 85 হাজার 723 জন ৷ সবমিলিয়ে রাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন 2 কোটি 80 লাখ 68 হাজার 567 জন ৷ আর সবমিলিয়ে দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 10 লাখ 51 হাজার 578 জন ৷

কলকাতা, 29 অগস্ট : রাজ্যে সামান্য কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 650 জন ৷ গতকাল যে সংখ্যা ছিল 661 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 6 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 7 জনের ৷

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 47 হাজার 548 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 683 জন ৷ সবমিলিয়ে সুস্থের সংখ্যা 15 লাখ 20 হাজার 55 ৷ রাজ্যে মোট মৃতের সংখ্যা 18 হাজার 423 ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 70 জন ৷

আরও পড়ুন : করোনার তৃতীয় ঢেউ থেকে শিশুদের বাঁচাতে সতর্কতাতেই জোর চিকিৎসকদের

আজ মোট 41 হাজার 114 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ রাজ্যে সবমিলিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 69 লাখ 40 হাজার 427 ৷ আজ 3 লাখ 19 হাজার 449 জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 লাখ 85 হাজার 723 জন ৷ সবমিলিয়ে রাজ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন 2 কোটি 80 লাখ 68 হাজার 567 জন ৷ আর সবমিলিয়ে দ্বিতীয় ডোজ পেয়েছেন 1 কোটি 10 লাখ 51 হাজার 578 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.