ETV Bharat / state

West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সংক্রমণ বেড়ে 600-র ঘরে, বাড়ল মৃত্যুও - পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা

গতকাল সংক্রমিতের সংখ্যা পাঁচশোর ঘরে ছিল ৷ আজ তা আরও বাড়ল ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 613 ৷

West Bengal Corona Update
West Bengal Corona Update
author img

By

Published : Aug 24, 2021, 7:56 PM IST

কলকাতা, 24 অগস্ট : দুদিন ধরে পাঁচশোর ঘরে ছিল দৈনিক সংক্রমণ ৷ কিন্তু, আজ ফের বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ 600-র ঘরে পৌঁছাল সংক্রমণ ৷ মৃত্যুও বেড়েছে ৷

গত সপ্তাহে অনেকটাই বেড়েছিল আক্রান্তের সংখ্যা ৷ তবে গত দু'দিনে কম ছিল রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গতকাল সংক্রমিতের সংখ্যা পাঁচশোর ঘরে ছিল ৷ আজ তা আরও বাড়ল ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 613 ৷ রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত 15 লাখ 44 হাজার 109 ৷ মৃতের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 18 হাজার 383 ৷

এদিকে, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে বেশি ৷ গত দুইদিনে যা অনেকটাই কম ছিল ৷ গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 41 হাজার 262 ৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 1 কোটি 67 লাখ 30 হাজার 555 ৷

আরও পড়ুন, Covid Third Wave : করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কতটা প্রস্তুত প্রশাসন, বৈঠক ডাকল নবান্ন

গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 720 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 16 হাজার 509 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 217 ৷ আজ 3 লাখ 10 হাজার 430 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 2 লাখ 8 হাজার 820 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 65 লাখ 72 হাজার 735 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছে 1 কোটি 1 লাখ 24 হাজার 159 জন ৷

কলকাতা, 24 অগস্ট : দুদিন ধরে পাঁচশোর ঘরে ছিল দৈনিক সংক্রমণ ৷ কিন্তু, আজ ফের বাড়ল আক্রান্তের সংখ্যা ৷ 600-র ঘরে পৌঁছাল সংক্রমণ ৷ মৃত্যুও বেড়েছে ৷

গত সপ্তাহে অনেকটাই বেড়েছিল আক্রান্তের সংখ্যা ৷ তবে গত দু'দিনে কম ছিল রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গতকাল সংক্রমিতের সংখ্যা পাঁচশোর ঘরে ছিল ৷ আজ তা আরও বাড়ল ৷ একদিনে আক্রান্ত হয়েছেন 613 ৷ রাজ্যে এখনও অবধি করোনা আক্রান্ত 15 লাখ 44 হাজার 109 ৷ মৃতের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ এই নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 18 হাজার 383 ৷

এদিকে, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে বেশি ৷ গত দুইদিনে যা অনেকটাই কম ছিল ৷ গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 41 হাজার 262 ৷ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 1 কোটি 67 লাখ 30 হাজার 555 ৷

আরও পড়ুন, Covid Third Wave : করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কতটা প্রস্তুত প্রশাসন, বৈঠক ডাকল নবান্ন

গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 720 জন ৷ সবমিলিয়ে সেরে উঠেছেন 15 লাখ 16 হাজার 509 জন ৷ এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা 9 হাজার 217 ৷ আজ 3 লাখ 10 হাজার 430 জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে 2 লাখ 8 হাজার 820 জনকে ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত 2 কোটি 65 লাখ 72 হাজার 735 জনকে প্রথম ডোজ় দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ় পেয়েছে 1 কোটি 1 লাখ 24 হাজার 159 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.