কলকাতা, 20 সেপ্টেম্বর : রাজ্যে আরও কমল দৈনিক সংক্রমণ ৷ নামল পাঁচশোর ঘরে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 524 জন ৷ আগের দিন যা ছিল 635 ৷ সংক্রমণ কমলেও দৈনিক মৃতের সংখ্যা বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ আগের দিন মৃত্যু হয়েছিল 11 জনের ৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা 15 লাখ 62 হাজার 173 জন ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 608 জন ৷ সবমিলিয়ে করোনা থেকে সেরে উঠেছেন 15 লাখ 35 হাজার 699 জন ৷
আজ আরও একটু কমল সক্রিয় রোগীর সংখ্যা ৷ এখন সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 810 জন ৷ এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18 হাজার 664 জনের ৷ আজ 26 হাজার 317 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 1 কোটি 77 লাখ 64 হাজার 25 জনের ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 1 লাখ 99 হাজার 726 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 62 হাজার 659 জন ৷ সবমিলিয়ে রাজ্যে মোট 3 কোটি 60 লাখ 97 হাজার 417 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট 1 কোটি 47 লাখ 24 হাজার 492 জন ৷
আরও পড়ুন: 30 হাজারের ঘরেই দৈনিক আক্রান্তের সংখ্যা, কেরালায় আক্রান্ত 19 হাজার
জেলাগুলির মধ্যে গত 24 ঘণ্টায় কলকাতা ও দক্ষিণ 24 পরগনা ও নদিয়ায় 2 জন করে মারা গিয়েছেন ৷ উত্তর 24 পরগনায় 3 জন মারা গিয়েছেন ৷ জলপাইগুড়ি, হাওড়া ও হুগলিতে 1 জন করে মারা গিয়েছেন ৷