ETV Bharat / state

Corona Update in Bengal : টানা দ্বিতীয় দিন করোনায় মৃত্যুহীন রাজ্য - Corona Death toll in Bengal

রাজ্যে কোভিড সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.54 শতাংশ (Corona Positivity Rate) ৷

west bengal corona news
টানা দ্বিতীয় দিন করোনায় মৃত্যুহীন রাজ্য
author img

By

Published : Mar 3, 2022, 7:02 PM IST

Updated : Mar 3, 2022, 7:26 PM IST

কলকাতা, 3 মার্চ : রাজ্যে নতুন করে করোনায় কোনও মৃত্যুর খবর নেই ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে একজনেরও মৃত্যু হয়নি ৷ বুধবারও এই সংখ্যা শূন্যই ছিল ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.54 শতাংশ (Corona Positivity Rate) ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 139 জন ৷ বুধবার এই সংখ্যা ছিল 153 জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 178 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 15 হাজার 545৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 158 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 92 হাজার 591 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 হাজার 776 জন ৷

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ নামল 6 হাজারে, কমেছে মৃত্যুও

ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে আরও 8 হাজার 782 জনকে ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন আরও 96 হাজার 526 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন আরও 7 হাজার 117 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 97 লাখ 95 হাজার 146 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 81 লাখ 30 হাজার 665 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 16 লাখ 29 হাজার 088 জন ৷

কলকাতা, 3 মার্চ : রাজ্যে নতুন করে করোনায় কোনও মৃত্যুর খবর নেই ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে একজনেরও মৃত্যু হয়নি ৷ বুধবারও এই সংখ্যা শূন্যই ছিল ৷ রাজ্যে কোভিড সংক্রমণের হার দাঁড়িয়েছে 0.54 শতাংশ (Corona Positivity Rate) ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 139 জন ৷ বুধবার এই সংখ্যা ছিল 153 জন ৷ রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 21 হাজার 178 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা দাঁড়িয়েছে 20 লাখ 15 হাজার 545৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 158 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 92 হাজার 591 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 1 হাজার 776 জন ৷

আরও পড়ুন : করোনার দৈনিক সংক্রমণ নামল 6 হাজারে, কমেছে মৃত্যুও

ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে আরও 8 হাজার 782 জনকে ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন আরও 96 হাজার 526 জন ৷ বুস্টার ডোজ নিয়েছেন আরও 7 হাজার 117 জন ৷ সব মিলিয়ে রাজ্যে মোট 6 কোটি 97 লাখ 95 হাজার 146 জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন 5 কোটি 81 লাখ 30 হাজার 665 জন ৷ রাজ্যে বুস্টার ডোজ পেয়েছেন 16 লাখ 29 হাজার 088 জন ৷

Last Updated : Mar 3, 2022, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.