ETV Bharat / state

West Bengal Weather Forecast : আগামী 48 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে - West Bengal Makarsankranti Weather Forecast

মকরসংক্রান্তিতে উধাও শীত (West Bengal Weather Forecast) ৷ আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Rain Forecast in South Bengal) ৷ উত্তরবঙ্গেও 24 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ তবে, 15 জানুয়ারি থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নামবে ৷ তবে, দক্ষিণবঙ্গে 15 তারিখের পর কয়েকদিনের জন্য পারদ নামলেও, 18 জানুয়ারির পর ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়বে ৷

West Bengal Makarsankranti Weather Forecast
West Bengal Makarsankranti Weather Forecast
author img

By

Published : Jan 14, 2022, 1:10 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : মকর সংক্রান্তির স্নান উপলক্ষে উপচে পড়া ভিড় সাগরদ্বীপে ৷ প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে মানুষের ঢল গঙ্গাসাগরের পূণ্যস্নানে ৷ এরই মধ্যে মকর সংক্রান্তির আবহাওয়া মেঘলা ও বৃষ্টি ভেজা (West Bengal Makarsankranti Weather Forecast) ৷ ইতিমধ্যে ভোরের দিকে হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবার রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ৷

আজ শুক্রবার তাপমাত্রার পারদ সর্বোচ্চ 21 ডিগ্রি এবং সর্বনিম্ন 17 ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করবে ৷ আজ উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ পরেরদিকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে জানানো হয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ রাতের তাপমাত্রা আগামী 48 ঘণ্টায় খুব একটা পরিবর্তন হবে না (Rain Forecast in South Bengal) ৷ 48 ঘণ্টা পর রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমতে পারে ৷

আরও পড়ুন : People taking holy dip at Gangasagar: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান, নজরদারি হাইকোর্টের প্রতিনিধিদের

তবে, শীতের সেই আমেজ দুই থেকে তিনদিনের বেশি স্থায়ী হবে না ৷ তার পর আবার দু’টি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে শীতের পথে বাধা তৈরি করবে ৷ ফলে বাড়বে তাপমাত্রা ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে ৷ 15 জানুয়ারি থেকে বৃষ্টির পরিমাণ কমবে । উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বাদে বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামিকাল থেকে 2-3 ডিগ্রি কমবে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী দু’দিন ঘন কুয়াশা থাকবে ৷

কলকাতা, 14 জানুয়ারি : মকর সংক্রান্তির স্নান উপলক্ষে উপচে পড়া ভিড় সাগরদ্বীপে ৷ প্রশাসনের নির্দেশিকা উপেক্ষা করে মানুষের ঢল গঙ্গাসাগরের পূণ্যস্নানে ৷ এরই মধ্যে মকর সংক্রান্তির আবহাওয়া মেঘলা ও বৃষ্টি ভেজা (West Bengal Makarsankranti Weather Forecast) ৷ ইতিমধ্যে ভোরের দিকে হালকা বৃষ্টি হয়েছে। শুক্রবার রাতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি ৷

আজ শুক্রবার তাপমাত্রার পারদ সর্বোচ্চ 21 ডিগ্রি এবং সর্বনিম্ন 17 ডিগ্রির মধ্যে ঘোরা ফেরা করবে ৷ আজ উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ পরেরদিকে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে বলে জানানো হয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ রাতের তাপমাত্রা আগামী 48 ঘণ্টায় খুব একটা পরিবর্তন হবে না (Rain Forecast in South Bengal) ৷ 48 ঘণ্টা পর রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি কমতে পারে ৷

আরও পড়ুন : People taking holy dip at Gangasagar: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান, নজরদারি হাইকোর্টের প্রতিনিধিদের

তবে, শীতের সেই আমেজ দুই থেকে তিনদিনের বেশি স্থায়ী হবে না ৷ তার পর আবার দু’টি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে শীতের পথে বাধা তৈরি করবে ৷ ফলে বাড়বে তাপমাত্রা ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে ৷ 15 জানুয়ারি থেকে বৃষ্টির পরিমাণ কমবে । উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং বাদে বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ উত্তরবঙ্গে রাতের তাপমাত্রা আগামিকাল থেকে 2-3 ডিগ্রি কমবে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী দু’দিন ঘন কুয়াশা থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.