ETV Bharat / state

নতুন মূল্য পরিকাঠামো কার্যকর, মদের দাম বাড়ার আশঙ্কা - West Bengal implement new price structure for liquor

শহরের এক নামী মদ বিক্রেতা জানিয়েছেন , সরকার 30 শতাংশ কর চাপিয়ে 22 টি ধাপে নতুন দাম নির্ধারণ করেছে সরকার । এর ফলে মদের দাম বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি ।

liquor
ছবিটি প্রতীকী
author img

By

Published : Nov 2, 2020, 10:44 PM IST

কলকাতা , 2 নভেম্বর : বিভিন্ন ব্র্যান্ডের মদের মূল্য পরিকাঠামোয় বদল আনছে রাজ্য সরকার । রবিবার থেকে রাজ্যে তা কার্যকর করা হয়েছে বলে জানা গেছে । এক্ষেত্রে 22 টি ধাপে নতুন দাম নির্ধারণ করা হয়েছে । এর ফলে মদের দাম বাড়তে পারে বলে খবর ।

লকডাউন চলাকালীন , এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মদের উপর 30 শতাংশ কর চাপিয়েছিল রাজ্য সরকার । তবে কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিজ় (CIABC)-র তরফে জানানো হয়েছিল , 30 শতাংশ কর চাপানোর পরে ওয়াইন ও বিয়ারের বিক্রি আগের বছরের তুলনায় প্রায় 40 শতাংশ কমে গিয়েছিল ।

CIABC-র ডিরেক্টর বিনোদ গিরি জানান , বিষয়টি নিয়ে সমিতির প্রতিনিধিরা রাজ্যের অর্থ সচিব এবং আবগারি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে মদের দাম পুনর্বিবেচনার আর্জি জানান । গিরি বলেন , উৎসবের কথা চিন্তা করে দামের কাঠামোটি পুনর্বিবেচনার বিষয়ে ভাবনা-চিন্তা করার ইঙ্গিত দিয়েছিল সরকার ।

শহরের এক নামী মদ বিক্রেতা জানিয়েছেন , সরকার 30 শতাংশ কর চাপিয়ে 22 টি ধাপে নতুন দাম নির্ধারণ করেছে সরকার । এর ফলে মদের দাম বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি ।

কলকাতা , 2 নভেম্বর : বিভিন্ন ব্র্যান্ডের মদের মূল্য পরিকাঠামোয় বদল আনছে রাজ্য সরকার । রবিবার থেকে রাজ্যে তা কার্যকর করা হয়েছে বলে জানা গেছে । এক্ষেত্রে 22 টি ধাপে নতুন দাম নির্ধারণ করা হয়েছে । এর ফলে মদের দাম বাড়তে পারে বলে খবর ।

লকডাউন চলাকালীন , এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মদের উপর 30 শতাংশ কর চাপিয়েছিল রাজ্য সরকার । তবে কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিজ় (CIABC)-র তরফে জানানো হয়েছিল , 30 শতাংশ কর চাপানোর পরে ওয়াইন ও বিয়ারের বিক্রি আগের বছরের তুলনায় প্রায় 40 শতাংশ কমে গিয়েছিল ।

CIABC-র ডিরেক্টর বিনোদ গিরি জানান , বিষয়টি নিয়ে সমিতির প্রতিনিধিরা রাজ্যের অর্থ সচিব এবং আবগারি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে মদের দাম পুনর্বিবেচনার আর্জি জানান । গিরি বলেন , উৎসবের কথা চিন্তা করে দামের কাঠামোটি পুনর্বিবেচনার বিষয়ে ভাবনা-চিন্তা করার ইঙ্গিত দিয়েছিল সরকার ।

শহরের এক নামী মদ বিক্রেতা জানিয়েছেন , সরকার 30 শতাংশ কর চাপিয়ে 22 টি ধাপে নতুন দাম নির্ধারণ করেছে সরকার । এর ফলে মদের দাম বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.