ETV Bharat / state

ভ্যাকসিন নেওয়ার পর ভাইরাসের কোন স্ট্রেনে সংক্রমণ ? খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর - COVID 19 cases in West Bengal

ভ্যাকসিন নেওয়ার পর করোনায় আক্রান্তদের মধ্যে অনেকের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে ।

COVID 19 virus
ছবি
author img

By

Published : Apr 4, 2021, 11:07 PM IST

কলকাতা, ৪ এপ্রিল : ভ্যাকসিন নেওয়ার পরে যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ভাইরাসের কোন স্ট্রেনের কারণে ঘটছে এই সংক্রমণ, তা খতিয়ে দেখছে রাজ্যের স্বাস্থ্য দফতর । এর জন্য কিছু আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷

করোনার ভ্যাকসিন নেওয়ার পর যে আর সংক্রমণ ঘটবে না, বিষয়টি এমন নয় । বরং, করোনার ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় । রবিবার জানা গিয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়ার পরে জেলার এক স্বাস্থ্য আধিকারিক ৷ কলকাতার এক মেডিকেল কলেজ ও হাসপাতালের এক আধিকারিক এবং সরকারি হাসপাতালের নাম করা এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন । এই বিষয়টি নতুন নয় । চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "করোনার ভ্যাকসিন নেওয়ার পরে আক্রান্ত হওয়ার ঘটনা অনেক রয়েছে । অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-ও রয়েছেন, যাঁরা করোনার ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্ত হয়েছেন।"

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এটা অপ্রত্যাশিত নয় যে ভ্যাকসিন নেওয়ার পরে করোনার সংক্রমণ ঘটবে না । ভ্যাকসিন নেওয়ার পরেও কিছু ক্ষেত্রে করোনার সংক্রমণ ঘটতে পারে। "

আরও পড়ুন : টিকাকরণে নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত নয়, জানাল স্বাস্থ্য মন্ত্রক

এই ধরনের পরিস্থিতির মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখতে চাইছে, ভাইরাসের কোন স্ট্রেন-এর কারণে ভ্যাকসিন নেওয়ার পরে করোনায় আক্রান্ত হতে হচ্ছে । এর জন্য ভ্যাকসিন নেওয়ার পর করোনায় আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে । তবে, সকলের ক্ষেত্রে নয়। এই বিষয়ে স্বাস্থ্য অধিকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কিছু নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।"

কলকাতা, ৪ এপ্রিল : ভ্যাকসিন নেওয়ার পরে যাঁরা করোনায় আক্রান্ত হচ্ছেন, তাঁদের ক্ষেত্রে ভাইরাসের কোন স্ট্রেনের কারণে ঘটছে এই সংক্রমণ, তা খতিয়ে দেখছে রাজ্যের স্বাস্থ্য দফতর । এর জন্য কিছু আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ৷

করোনার ভ্যাকসিন নেওয়ার পর যে আর সংক্রমণ ঘটবে না, বিষয়টি এমন নয় । বরং, করোনার ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় । রবিবার জানা গিয়েছে, করোনার ভ্যাকসিন নেওয়ার পরে জেলার এক স্বাস্থ্য আধিকারিক ৷ কলকাতার এক মেডিকেল কলেজ ও হাসপাতালের এক আধিকারিক এবং সরকারি হাসপাতালের নাম করা এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন । এই বিষয়টি নতুন নয় । চিকিৎসকদের একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের যুগ্ম সম্পাদক চিকিৎসক রাজীব পান্ডে বলেন, "করোনার ভ্যাকসিন নেওয়ার পরে আক্রান্ত হওয়ার ঘটনা অনেক রয়েছে । অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-ও রয়েছেন, যাঁরা করোনার ভ্যাকসিন নেওয়ার পর আক্রান্ত হয়েছেন।"

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "এটা অপ্রত্যাশিত নয় যে ভ্যাকসিন নেওয়ার পরে করোনার সংক্রমণ ঘটবে না । ভ্যাকসিন নেওয়ার পরেও কিছু ক্ষেত্রে করোনার সংক্রমণ ঘটতে পারে। "

আরও পড়ুন : টিকাকরণে নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত নয়, জানাল স্বাস্থ্য মন্ত্রক

এই ধরনের পরিস্থিতির মধ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর খতিয়ে দেখতে চাইছে, ভাইরাসের কোন স্ট্রেন-এর কারণে ভ্যাকসিন নেওয়ার পরে করোনায় আক্রান্ত হতে হচ্ছে । এর জন্য ভ্যাকসিন নেওয়ার পর করোনায় আক্রান্তের নমুনার জিনোম সিকোয়েন্স করে দেখা হচ্ছে । তবে, সকলের ক্ষেত্রে নয়। এই বিষয়ে স্বাস্থ্য অধিকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কিছু নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.