ETV Bharat / state

রাজায় রাজায় যুদ্ধ করে মানুষকে বিপদে ফেলবেন না, মুখ্যমন্ত্রীকে আবেদন সুজনের - কোভিড-19 প্যানডেমিক

তাঁর অভিযোগ, কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার । কারণ রাজ্য ও কেন্দ্র সরকার এই বিষয়ে দু'রকম তথ্য দিচ্ছে ।

"মৃত্যুপুরী রাজ‍্য" শ্রমিক দিবসে সুজনের ক্ষোভ
"মৃত্যুপুরী রাজ‍্য" শ্রমিক দিবসে সুজনের ক্ষোভ
author img

By

Published : May 1, 2020, 10:40 PM IST

কলকাতা, 1 মে: পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর । মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এ রাজ্য । বললেন সুজন চক্রবর্তী । বলেন, কোরোনা পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকাশ্যে ঝগড়া রাজ্যের মানুষ ভালোভাবে নিচ্ছে না । এতে ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন ।

তাঁর অভিযোগ, "কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার । কারণ রাজ্য ও কেন্দ্র সরকার এই বিষয়ে দুরকম তথ্য দিচ্ছে । মানুষ কার কথা বিশ্বাস করবে ?" তাঁর কথায়, "হঠাৎ করে চারটি রেড জ়োন আবিষ্কার করল রাজ্য সরকার । তার কিছুক্ষণ আগে দিল্লি থেকে জানাল যে পশ্চিমবঙ্গে 10টি রেড জ়োন রয়েছে । কেন্দ্র বলছে তাদের তথ‍্য ঠিক । রাজ্যের তথ্য কেউ মানছে না । রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর উলুখাগড়ার প্রাণ যাচ্ছে । এটা বন্ধ হওয়া উচিত । "

সুজনবাবু আরও বলেন, "গরিবের পকেটে পয়সা নেই । প্রতিমাসে গরিব মানুষদের সাড়ে সাত হাজার টাকা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম আমরা । মানুষের চাহিদা মতো রেশনে খাদ্যদ্রব্য বণ্টন করা হচ্ছে না । চাল দেওয়া হচ্ছে অথচ ডাল পাচ্ছেন না রাজ্যের গরিব মানুষ । বাইরের রাজ্যে প্রচুর মানুষ আটকে রয়েছে । দিল্লি দায়িত্ব পালনে ব্যর্থ । আর রাজ্য সরকারের তথ্যের সত্যতা নেই ।"

রাজ্যে কোরোনায় মৃত্যু নিয়ে তিনি বলেন, "এই মুহূর্তে রাজ্যে কোরোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 100-র বেশি । অডিট কমিটির নামে মৃত্যুকে ধামাচাপা দেওয়া হচ্ছে । রাজ্যের হাসপাতালগুলির সর্বনাশ হয়ে গিয়েছে । রাজ্য এখন আস্ত মৃত্যুপুরী ।"

মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, "সত্যি কথা বলুন । বাস্তবের উপর দাঁড়ান ও গরিব মানুষের দিকে তাকান । কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করুন । দুই সরকারের তথ্য আলাদা হওয়ায় বিশ্বাসযোগ্যতা থাকছে না । রাজায় রাজায় যুদ্ধ করে মানুষকে বিপদে ফেলবেন না ।"

কলকাতা, 1 মে: পশ্চিমবঙ্গের অবস্থা ভয়ঙ্কর । মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এ রাজ্য । বললেন সুজন চক্রবর্তী । বলেন, কোরোনা পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকাশ্যে ঝগড়া রাজ্যের মানুষ ভালোভাবে নিচ্ছে না । এতে ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন ।

তাঁর অভিযোগ, "কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে রাজ্য সরকার । কারণ রাজ্য ও কেন্দ্র সরকার এই বিষয়ে দুরকম তথ্য দিচ্ছে । মানুষ কার কথা বিশ্বাস করবে ?" তাঁর কথায়, "হঠাৎ করে চারটি রেড জ়োন আবিষ্কার করল রাজ্য সরকার । তার কিছুক্ষণ আগে দিল্লি থেকে জানাল যে পশ্চিমবঙ্গে 10টি রেড জ়োন রয়েছে । কেন্দ্র বলছে তাদের তথ‍্য ঠিক । রাজ্যের তথ্য কেউ মানছে না । রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে আর উলুখাগড়ার প্রাণ যাচ্ছে । এটা বন্ধ হওয়া উচিত । "

সুজনবাবু আরও বলেন, "গরিবের পকেটে পয়সা নেই । প্রতিমাসে গরিব মানুষদের সাড়ে সাত হাজার টাকা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম আমরা । মানুষের চাহিদা মতো রেশনে খাদ্যদ্রব্য বণ্টন করা হচ্ছে না । চাল দেওয়া হচ্ছে অথচ ডাল পাচ্ছেন না রাজ্যের গরিব মানুষ । বাইরের রাজ্যে প্রচুর মানুষ আটকে রয়েছে । দিল্লি দায়িত্ব পালনে ব্যর্থ । আর রাজ্য সরকারের তথ্যের সত্যতা নেই ।"

রাজ্যে কোরোনায় মৃত্যু নিয়ে তিনি বলেন, "এই মুহূর্তে রাজ্যে কোরোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 100-র বেশি । অডিট কমিটির নামে মৃত্যুকে ধামাচাপা দেওয়া হচ্ছে । রাজ্যের হাসপাতালগুলির সর্বনাশ হয়ে গিয়েছে । রাজ্য এখন আস্ত মৃত্যুপুরী ।"

মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন, "সত্যি কথা বলুন । বাস্তবের উপর দাঁড়ান ও গরিব মানুষের দিকে তাকান । কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করুন । দুই সরকারের তথ্য আলাদা হওয়ায় বিশ্বাসযোগ্যতা থাকছে না । রাজায় রাজায় যুদ্ধ করে মানুষকে বিপদে ফেলবেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.