ETV Bharat / state

উধাও চা চক্রের সৌজন্য, ফের মমতাকে বিঁধলেন রাজ্যপাল - POLITICAL NEUTRALITY of Police

এর আগেও একাধিকবার পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল । আজ ফের একবার কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে বিঁধলেন তিনি ।

জগদীপ ধনকড়
জগদীপ ধনকড়
author img

By

Published : Jan 29, 2021, 1:44 PM IST

কলকাতা, 29 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় রাজভবনের চা চক্রে যে সৌহার্দ্যের ছবি ধরা পড়েছিল, তাতে আবার ছেদ । ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনকে আক্রমণ শানিয়ে টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রধানমন্ত্রী কিষান যোজনা থেকে শুরু করে একাধিক ইশুতে রাজ্য সরকারকে বিঁধলেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রধানমন্ত্রী কিষান যোজনার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য রাজ্যের 70 লাখ কৃষকের প্রত্যেকে 14 হাজার টাকা করে পাননি বলে টুইটারে লেখেন রাজ্যপাল । রাজ্য সরকারের সমালোচনা করে তিনি লেখেন, "সব মিলিয়ে রাজ্যের কৃষকরা 10 হাজার কোটি টাকার বঞ্চনার শিকার হচ্ছেন । না হচ্ছে ভালোভাবে রাজ্য পরিচালনা না মিলছে অর্থনৈতিক দূরদর্শিতা ।"

  • Why only farmers @MamataOfficial alone are denied benefit of PM-KISAN while all in the country are getting this benefit.

    Each of 70 lac farmers has lost Rs 14,000/-

    Total deprivation in the State is TEN THOUSAND CRORES.

    This is neither good governance nor prudent economics.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি রাজ্যপালের ভাষণ বাদ দিয়েই বিধানসভার অধিবেশন শুরু করে দেওয়া নিয়ে যে তিনি যথেষ্টই ক্ষুব্ধ, সেই কথাও প্রকাশ করতে ভোলেননি তিনি । সংবিধানের 176 নম্বর ধারা তুলে ধরে তিনি লেখেন, "প্রতি বছর প্রথম অধিবেশন শুরুর সময় রাজ্যপাল বিধানসভায় ভাষণ দেবেন ।" পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন তার অন্যথা হল সেই প্রশ্নও তোলেন তিনি ।

  • Be any language- adherence @MamataOfficial to script of Constitution is imperative & inescapable.

    Article 176 ‘At the commencement of first session of each year, the Governor shall address the Legislative Assembly..’

    Reflect why WB Assembly is the only one not to have this.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাজ্যপালের ডাকে সাড়া, রাজভবনের চা চক্রে মমতা

গতকাল নেতাজি ইনডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভিনরাজ্যের থেকে আসা পুলিশ ও প্রশাসনের আমলাদের নিয়ে তৈরি করা এক বৃহত্তর পরিবারের কথা তুলেছিলেন । সেই প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারের সমালোচনা করেন রাজ্যপাল । রাজ্যপাল টুইটারে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের একটি ভিডিয়ো তুলে ধরে ফের একবার পুলিশ ও প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন ।

কলকাতা, 29 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যায় রাজভবনের চা চক্রে যে সৌহার্দ্যের ছবি ধরা পড়েছিল, তাতে আবার ছেদ । ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনকে আক্রমণ শানিয়ে টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের । প্রধানমন্ত্রী কিষান যোজনা থেকে শুরু করে একাধিক ইশুতে রাজ্য সরকারকে বিঁধলেন তিনি ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রধানমন্ত্রী কিষান যোজনার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য রাজ্যের 70 লাখ কৃষকের প্রত্যেকে 14 হাজার টাকা করে পাননি বলে টুইটারে লেখেন রাজ্যপাল । রাজ্য সরকারের সমালোচনা করে তিনি লেখেন, "সব মিলিয়ে রাজ্যের কৃষকরা 10 হাজার কোটি টাকার বঞ্চনার শিকার হচ্ছেন । না হচ্ছে ভালোভাবে রাজ্য পরিচালনা না মিলছে অর্থনৈতিক দূরদর্শিতা ।"

  • Why only farmers @MamataOfficial alone are denied benefit of PM-KISAN while all in the country are getting this benefit.

    Each of 70 lac farmers has lost Rs 14,000/-

    Total deprivation in the State is TEN THOUSAND CRORES.

    This is neither good governance nor prudent economics.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

পাশাপাশি রাজ্যপালের ভাষণ বাদ দিয়েই বিধানসভার অধিবেশন শুরু করে দেওয়া নিয়ে যে তিনি যথেষ্টই ক্ষুব্ধ, সেই কথাও প্রকাশ করতে ভোলেননি তিনি । সংবিধানের 176 নম্বর ধারা তুলে ধরে তিনি লেখেন, "প্রতি বছর প্রথম অধিবেশন শুরুর সময় রাজ্যপাল বিধানসভায় ভাষণ দেবেন ।" পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন তার অন্যথা হল সেই প্রশ্নও তোলেন তিনি ।

  • Be any language- adherence @MamataOfficial to script of Constitution is imperative & inescapable.

    Article 176 ‘At the commencement of first session of each year, the Governor shall address the Legislative Assembly..’

    Reflect why WB Assembly is the only one not to have this.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) January 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : রাজ্যপালের ডাকে সাড়া, রাজভবনের চা চক্রে মমতা

গতকাল নেতাজি ইনডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভিনরাজ্যের থেকে আসা পুলিশ ও প্রশাসনের আমলাদের নিয়ে তৈরি করা এক বৃহত্তর পরিবারের কথা তুলেছিলেন । সেই প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারের সমালোচনা করেন রাজ্যপাল । রাজ্যপাল টুইটারে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যের একটি ভিডিয়ো তুলে ধরে ফের একবার পুলিশ ও প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.