নয়াদিল্লি, 25 অক্টোবর : ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করা হল ম্যালেরিয়া আক্রান্ত জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) ৷ সোমবার বিকেলে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ৷ নয়াদিল্লি এইমসের ব্যক্তিগত ওয়ার্ডেই আপাতত রয়েছেন তিনি ৷ চিকিৎসক নীরজ নিশ্চলের নেতৃত্বাধীন একটি দল পশ্চিমবঙ্গের রাজ্যপালের চিকিৎসার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ৷
উল্লেখ্য, গত রবিবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বে রাজধানীর বঙ্গভবনে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷
দুর্গাপুজোর সময় রাজ্যপাল ছিলেন উত্তরবঙ্গে ৷ মহালয়ার দিন সপরিবারে শিলিগুড়ি পৌঁছন তিনি ৷ সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে প্যানডেমিক চলাকালীন বাংলায় দুই হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগও এনেছিলেন রাজ্যপাল ৷ উত্তরবঙ্গে সফরকালেই জ্বরে আক্রান্ত হন তিনি ৷ চিকিৎসক তাঁকে রক্ত পরীক্ষার পরামর্শ দেন ৷
আরও পড়ুন : ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনকড়
চিকিৎসকের পরামর্শ মেনে গত শুক্রবার শিলিগুড়ি থেকে তিনি সোজা চলে যান দিল্লি ৷ সেখানে গিয়ে রক্ত পরীক্ষা করান তিনি ৷ সেখানেই জানা যায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন জগদীপ ধনকড় ৷