কলকাতা, 16 এপ্রিল : একদিন আগেই রাজ্যে লকডাউন ঠিক ভাবে মানা হচ্ছে না বলে দাবি করে সবর হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ গতকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হয় তাঁর । তারপর আজ সুর নরম করলেন রাজ্যপাল ।
গতকাল টুইট করে রাজ্যপাল দাবি করেছিলেন, প্রশাসন রাজ্যে লকডাউন পালনে সর্বাত্মক সফল নয় ৷ পুলিশ ও প্রশাসন লকডাউন পালনের ক্ষেত্রে 100 শতাংশ সফল নয় ৷ সোশাল ডিস্টেন্সিং বা ধর্মীয় জামায়েতগুলিকে রোধ করার রাস্তা বের করতে হবে । লকডাউন সম্পূর্ণভাবে পালন করতে অবশ্যই কেন্দ্রীয় প্যারা ফোর্সক আনা যেতে পারে ।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোন কথা বলার পর আজ রাজ্যপাল টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন । তিনি লেখেন, ‘‘ দুই পক্ষ থকেই লকডাউন নিয়ে সদার্থক আলোচনা হয়েছে ৷ লকডাউন ও সোশাল ডিস্টেন্সিং 100 শতাংশ পালন করতে হবে ৷ অডিট কমিশনের সঙ্গে সমন্বয় করে চলতে হবে । সময়ে সঠিক তথ্য প্রদান করতে হবে । কোরোনা যোদ্ধাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে ।’’
যদিও রাজ্যে BJP-র পক্ষ থেকে তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে ৷ রাজ্যে সঠিক পরিমাণে কোরোনার পরীক্ষা করা হচ্ছে না । তাদের আরও অভিযোগ, রাজ্যে ঠিকভাবে লকডাউনও মানা হচ্ছে না ।