ETV Bharat / state

Guv Ananda Bose: অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে শান্তি কমিটি গঠন রাজ্যপালের - রাজ্যপাল সি ভি আনন্দ বোস

রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা, অশান্তি চরমে পৌঁছেছে ৷ যার জেরে শান্তি কক্ষের পর এবার শান্তি কমিটি গঠন করলেন রাজ্যপাল ৷

Etv Bharat
শান্তি কমিটি গঠন করলেন রাজ্যপাল
author img

By

Published : Jul 5, 2023, 9:14 PM IST

Updated : Jul 5, 2023, 10:56 PM IST

কলকাতা, 5 জুলাই: শান্তি কক্ষের পর এবার শান্তি ও সম্প্রীতি কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন করেছেন রাজ্যপাল ৷

রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা, অশান্তি চরমে পৌঁছেছে ৷ মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া হিংসার শেষ যেন হতেই চাইছে না ৷ বিরোধীদের অভিযোগ, মনোনয়নপর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অর্থাৎ 24 দিনে মোট 15 জনের মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে রয়েছে এক নাবালকও ৷ মুহূর্মুহূ গুলি, বোমার সাক্ষী থেকেছে মনোনয়ন পর্ব ৷ এরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যেতে দেখা গিয়েছে রাজ্যাপালকে ৷ ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পর রাজভবনে 'শান্তি কক্ষ' খুলেছেন রাজ্যপাল ৷ এবার গঠন করলেন শান্তি কমিটি ৷

রাজভবন সূত্রে খবর, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে এই শান্তি ও সম্প্রীতি কমিটি গঠন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একইসঙ্গে, রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়টি এই কমিটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে বলেও জানা গিয়েছে। এর আগে রাজ্যপালের একাধিক পদক্ষেপ নিয়ে নবান্ন-রাজভবন সংঘাত চরমে উঠেছে ৷ রাজ্যপালের শান্তি কক্ষ খোলা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল ৷ এমনকী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন নিয়েও তীব্র আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল ৷ তবুও পিছ-পা হননি আনন্দ বোস ৷

  • West Bengal Governor CV Ananda Bose forms a Peace and Harmony committee headed by former Chief Justice Cal Subhro Kamal Mukherjee who will look into the matter of maintaining Peace and Harmony in the state.

    — ANI (@ANI) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংঘাতের সর্বশেষ পরিণতি দেখা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে রাজ্য়পালের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ৷ সিভি আনন্দ বোস পক্ষপাতদুষ্ট এবং তাঁর কার্যক্রম নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল ৷ তারপর রাজ্যপালের এই শান্তি কমিটি গঠন নতুন করে নবান্নের সঙ্গে রাজভবনের অস্থিরতা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: পঞ্চায়েতই কি হবে জবাব দেওয়ার মঞ্চ ? সম্মানরক্ষার লড়াই নন্দীগ্রামে

রাজভবন সূত্রে খবর, কোনও অবস্থাতেই রাজ্য়ে অশান্তি বরদাস্ত করতে আর রাজি নন রাজ্যপাল ৷ আর সে কারণেই তাঁর এই নয়া পদক্ষেপ ৷ তিনি অবশ্য প্রকাশ্যে বারবার বলেছেন, অশান্তি ও হিংসা বন্ধ করতে বদ্ধপরিকর ৷ এবার শান্তি কমিটি গঠনের মধ্য়ে দিয়ে সেই কথারই আরও একটি জোরাল বার্তা দিতে চাইলেন আনন্দ বোস ৷

অন্যদিকে, রাজভবনের তরফে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদেও নিযুক্ত করেছেন রাজ্যপাল তথা আচার্য ৷

কলকাতা, 5 জুলাই: শান্তি কক্ষের পর এবার শান্তি ও সম্প্রীতি কমিটি গঠন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে এই কমিটি গঠন করেছেন রাজ্যপাল ৷

রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হিংসা, অশান্তি চরমে পৌঁছেছে ৷ মনোনয়ন পর্ব থেকে শুরু হওয়া হিংসার শেষ যেন হতেই চাইছে না ৷ বিরোধীদের অভিযোগ, মনোনয়নপর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত অর্থাৎ 24 দিনে মোট 15 জনের মৃত্যু হয়েছে ৷ নিহতদের মধ্যে রয়েছে এক নাবালকও ৷ মুহূর্মুহূ গুলি, বোমার সাক্ষী থেকেছে মনোনয়ন পর্ব ৷ এরপরই ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যেতে দেখা গিয়েছে রাজ্যাপালকে ৷ ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পর রাজভবনে 'শান্তি কক্ষ' খুলেছেন রাজ্যপাল ৷ এবার গঠন করলেন শান্তি কমিটি ৷

রাজভবন সূত্রে খবর, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে এই শান্তি ও সম্প্রীতি কমিটি গঠন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একইসঙ্গে, রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়টি এই কমিটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে বলেও জানা গিয়েছে। এর আগে রাজ্যপালের একাধিক পদক্ষেপ নিয়ে নবান্ন-রাজভবন সংঘাত চরমে উঠেছে ৷ রাজ্যপালের শান্তি কক্ষ খোলা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল ৷ এমনকী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন নিয়েও তীব্র আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল ৷ তবুও পিছ-পা হননি আনন্দ বোস ৷

  • West Bengal Governor CV Ananda Bose forms a Peace and Harmony committee headed by former Chief Justice Cal Subhro Kamal Mukherjee who will look into the matter of maintaining Peace and Harmony in the state.

    — ANI (@ANI) July 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংঘাতের সর্বশেষ পরিণতি দেখা গিয়েছে, রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে রাজ্য়পালের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে তৃণমূলের পক্ষ থেকে ৷ সিভি আনন্দ বোস পক্ষপাতদুষ্ট এবং তাঁর কার্যক্রম নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়েছে বলেও অভিযোগ করেছে তৃণমূল ৷ তারপর রাজ্যপালের এই শান্তি কমিটি গঠন নতুন করে নবান্নের সঙ্গে রাজভবনের অস্থিরতা আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন: পঞ্চায়েতই কি হবে জবাব দেওয়ার মঞ্চ ? সম্মানরক্ষার লড়াই নন্দীগ্রামে

রাজভবন সূত্রে খবর, কোনও অবস্থাতেই রাজ্য়ে অশান্তি বরদাস্ত করতে আর রাজি নন রাজ্যপাল ৷ আর সে কারণেই তাঁর এই নয়া পদক্ষেপ ৷ তিনি অবশ্য প্রকাশ্যে বারবার বলেছেন, অশান্তি ও হিংসা বন্ধ করতে বদ্ধপরিকর ৷ এবার শান্তি কমিটি গঠনের মধ্য়ে দিয়ে সেই কথারই আরও একটি জোরাল বার্তা দিতে চাইলেন আনন্দ বোস ৷

অন্যদিকে, রাজভবনের তরফে জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য পদেও নিযুক্ত করেছেন রাজ্যপাল তথা আচার্য ৷

Last Updated : Jul 5, 2023, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.