কলকাতা, 6 মে : এবার রাজ্যে ফেরার জন্য চালু হচ্ছে এন্ট্রি অ্যাপ। কোনও ব্যক্তি রাজ্যে ফিরতে চাইলে তাঁকে সাহায্য করবে এই অ্যাপ। আজ নবান্নে একথা ঘোষণা করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "ছোটো গাড়ি অথবা বাসে করে যাঁরা ফিরতে চান, তাঁরা এই অ্যাপে তথ্য দিয়ে রাজ্যে নিশ্চিতভাবে ফিরতে পারবেন। এই অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে রাজ্য সরকারের এগিয়ে বাংলা ওয়েবসাইটে।"
ইতিমধ্যেই ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পড়ুয়াদের মানুষকে রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে । বিহার, উত্তর প্রদেশ, তামিলনাড়ু সহ বিভিন্ন রাজ্য থেকে ফেরার জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগও শুরু করেছে আটকে থাকা মানুষজন । অনেকে অবশ্য যোগাযোগও করতে পারছেন না। এই পরিস্থিতিতে যাঁরা যোগাযোগ করতে পারছেন না, তাঁদের জন্য একটি এন্ট্রি অ্যাপ চালু করা হচ্ছে । স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, এন্ট্রি অ্যাপের মাধ্যমে রাজ্য সরকারকে তথ্য দিয়ে রাজ্যে ফেরার বিষয়ে নিশ্চিত করতে পারবেন ইচ্ছুক ব্যাক্তি।
আজ এন্ট্রি অ্যাপের পাশাপাশি একটি এগজ়িট অ্যাপও চালু করার কথা ঘোষণা করেন স্বরাষ্ট্রসচিব। এর মাধ্যমে রাজ্যে আটকে পড়া ভিন রাজ্যের শ্রমিকদরে ফেরানোর ব্যবস্থা করা হবে ।