ETV Bharat / state

অন্য রাজ্যকে প্রতিদিন 200 মেট্রিক টন অক্সিজেন পাঠানো সম্ভব নয়, কেন্দ্রকে চিঠি নবান্নের - West Bengal Governement replies centre over oxygen crisis

আগামীতে এই রাজ্যে অক্সিজেনের চাহিদা আরও বৃদ্ধি পাবে ৷ সেক্ষেত্রে প্রত্যেকদিন 450 মেট্রিকটন অক্সিজেন প্রয়োজন হতে পারে । তাই প্রতিদিন 200 মেট্রিক টন অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো সম্ভব নয় ৷ জানিয়ে দিল নবান্ন ৷

অক্সিজেন সঙ্কট
ছবি
author img

By

Published : Apr 23, 2021, 4:15 PM IST

কলকাতা, 23 এপ্রিল : ভবিষ্যতের কথা ভেবে আপাতত এই রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠানো বন্ধ হোক ৷ এই দাবি করে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে শঙ্কিত রাজ্য প্রশাসন ।

অন্যান্য রাজ্যে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে । প্রতিদিন নিয়ম করে খবর হচ্ছে কোনও হাসপাতালে 30 মিনিটের অক্সিজেন রয়েছে কোথাও 45 মিনিটের অক্সিজেন রয়েছে । রাজ্যে কিন্তু এখনও এমন পরিস্থিতি আসেনি । তবে আগামীতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে ভেবে আগেভাগে ঘর গোছাতে শুরু করল রাজ্য সরকার । আর সে কারণেই এই চিঠি বলে মনে করা হচ্ছে ।

21 এপ্রিল কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্যের কাছে চিঠি আসে, এই রাজ্যে উৎপাদিত অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে অন্য রাজ্যে প্রতিদিন 200 মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে । এদিন রাজ্য সরকারের তরফ থেকে তারই জবাব দেওয়া হয়েছে । ওই জবাবী চিঠিতে বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি যেভাবে প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে তাতে রাজ্যের পক্ষে অন্য রাজ্যকে 200 মেট্রিক টন অক্সিজেন পাঠানো সম্ভব নয় । রাজ্য আশঙ্কা করছে আগামীতে এই রাজ্যে অক্সিজেনের চাহিদা আরও বৃদ্ধি পাবে ৷ সেক্ষেত্রে প্রত্যেকদিন 450 মেট্রিকটন অক্সিজেন প্রয়োজন হতে পারে ।

অক্সিজেন সঙ্কট
নবান্নের থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তির প্রতিলিপি

আরও পড়ুন : কোভিড চিকিৎসায় ভিরাফিনের আপৎকালীন অনুমতি ডিজিসিআইয়ের

এই অবস্থায় যদি 200 মেট্রিক টন অক্সিজেন অন্য রাজ্যকে দেওয়া হয় তাহলে এরাজ্যেও অক্সিজেনের সংকট দেখা দিতে পারে । এর ফল ভুগতে হবে রাজ্যের সাধারণ মানুষকে । আর এই কথা মাথায় রেখেই চিঠি পাঠাল নবান্ন । রাজ্যের মানুষকে বিপদে ফেলে এই ধরনের সিদ্ধান্ত নবান্ন নিতে চায় না বলেই জানা গিয়েছে । এখন দেখার, রাজ্যের এই চিঠি হাতে পাওয়ার পর কেন্দ্র কিভাবে এই নিয়ে প্রতিক্রিয়া দেয় ।

কলকাতা, 23 এপ্রিল : ভবিষ্যতের কথা ভেবে আপাতত এই রাজ্য থেকে অন্য রাজ্যে অক্সিজেন পাঠানো বন্ধ হোক ৷ এই দাবি করে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার । করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর যেভাবে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে শঙ্কিত রাজ্য প্রশাসন ।

অন্যান্য রাজ্যে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে । প্রতিদিন নিয়ম করে খবর হচ্ছে কোনও হাসপাতালে 30 মিনিটের অক্সিজেন রয়েছে কোথাও 45 মিনিটের অক্সিজেন রয়েছে । রাজ্যে কিন্তু এখনও এমন পরিস্থিতি আসেনি । তবে আগামীতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে ভেবে আগেভাগে ঘর গোছাতে শুরু করল রাজ্য সরকার । আর সে কারণেই এই চিঠি বলে মনে করা হচ্ছে ।

21 এপ্রিল কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্যের কাছে চিঠি আসে, এই রাজ্যে উৎপাদিত অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে অন্য রাজ্যে প্রতিদিন 200 মেট্রিক টন অক্সিজেন পাঠাতে হবে । এদিন রাজ্য সরকারের তরফ থেকে তারই জবাব দেওয়া হয়েছে । ওই জবাবী চিঠিতে বলা হয়েছে, রাজ্যের করোনা পরিস্থিতি যেভাবে প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে তাতে রাজ্যের পক্ষে অন্য রাজ্যকে 200 মেট্রিক টন অক্সিজেন পাঠানো সম্ভব নয় । রাজ্য আশঙ্কা করছে আগামীতে এই রাজ্যে অক্সিজেনের চাহিদা আরও বৃদ্ধি পাবে ৷ সেক্ষেত্রে প্রত্যেকদিন 450 মেট্রিকটন অক্সিজেন প্রয়োজন হতে পারে ।

অক্সিজেন সঙ্কট
নবান্নের থেকে জারি করা প্রেস বিজ্ঞপ্তির প্রতিলিপি

আরও পড়ুন : কোভিড চিকিৎসায় ভিরাফিনের আপৎকালীন অনুমতি ডিজিসিআইয়ের

এই অবস্থায় যদি 200 মেট্রিক টন অক্সিজেন অন্য রাজ্যকে দেওয়া হয় তাহলে এরাজ্যেও অক্সিজেনের সংকট দেখা দিতে পারে । এর ফল ভুগতে হবে রাজ্যের সাধারণ মানুষকে । আর এই কথা মাথায় রেখেই চিঠি পাঠাল নবান্ন । রাজ্যের মানুষকে বিপদে ফেলে এই ধরনের সিদ্ধান্ত নবান্ন নিতে চায় না বলেই জানা গিয়েছে । এখন দেখার, রাজ্যের এই চিঠি হাতে পাওয়ার পর কেন্দ্র কিভাবে এই নিয়ে প্রতিক্রিয়া দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.