ETV Bharat / state

'দিদি ও দিদি' সুরে মমতাকে অপমান মোদির, আন্দোলনে মহিলারা - মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন

সম্প্রতি বিজেপির একটি জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি ও দিদি' বলে সুর টেনে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নির্বাচনী প্রচারে জনসমক্ষে এই ভাবে ডেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন মোদি ৷ এই অভিযোগে বিক্ষোভ দেখালেন বেঙ্গল ফোরামের মহিলারা ৷

আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভে বেঙ্গল ফোরামের মহিলারা
আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভে বেঙ্গল ফোরামের মহিলারা
author img

By

Published : Apr 11, 2021, 7:06 PM IST

কলকাতা, 11 এপ্রিল: সম্প্রতি বিজেপির একটি জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি ও দিদি' বলে সুর টেনে সম্বোধন করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তৃণমূলের অভিযোগ, এ ভাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভরা জনসভায় ব্যঙ্গ করেছেন ।

আরও পড়ুন: শীতলকুচির ঘটনায় শর্তসাপেক্ষে ক্ষতিপূরণের অনুমতি দিল কমিশন

আজ এই মর্মে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান বেঙ্গল ফোরামের মহিলারা । পাশাপাশি আমহার্স্ট স্ট্রিট থানায় মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা । তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি সুরে অপমান করেছেন মোদি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তাঁকে এভাবে ব্যাঙ্গ করছেন প্রধানমন্ত্রী ৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বেশ কিছুক্ষণ আন্দোলন করতে দেখা গেল বেঙ্গল ফোরামের মহিলাদের । পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা ।

কলকাতা, 11 এপ্রিল: সম্প্রতি বিজেপির একটি জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি ও দিদি' বলে সুর টেনে সম্বোধন করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তৃণমূলের অভিযোগ, এ ভাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভরা জনসভায় ব্যঙ্গ করেছেন ।

আরও পড়ুন: শীতলকুচির ঘটনায় শর্তসাপেক্ষে ক্ষতিপূরণের অনুমতি দিল কমিশন

আজ এই মর্মে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান বেঙ্গল ফোরামের মহিলারা । পাশাপাশি আমহার্স্ট স্ট্রিট থানায় মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাঁরা । তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে দিদি ও দিদি সুরে অপমান করেছেন মোদি । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তাঁকে এভাবে ব্যাঙ্গ করছেন প্রধানমন্ত্রী ৷ বিজেপির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বেশ কিছুক্ষণ আন্দোলন করতে দেখা গেল বেঙ্গল ফোরামের মহিলাদের । পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.