ETV Bharat / state

Jai Hind Bahini in Schools: সরকারি স্কুলেই হবে জয়হিন্দ বাহিনী, বুধবার বৈঠক ডাকল শিক্ষা দফতর - Jai Hind Bahini

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনসিসির মতো জয় হিন্দ বাহিনী গড়ার কথা জানিয়েছিলেন ৷ তাকে কার্যকর করতে রাজ্যের বৈঠকে বসছে শিক্ষা দফতর (West Bengal Education Department meet over Jai Hind Bahini) ৷

Jai Hind Bahini
ETV Bharat
author img

By

Published : Nov 2, 2022, 1:27 PM IST

কলকাতা, 2 নভেম্বর: সরকারি স্কুলে এনসিসির কায়দায় গড়ে তোলা হবে জয় হিন্দ বাহিনী ৷ এ কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেইমতো এবার উদ্যোগী হল শিক্ষা দফতর । নবান্নের পক্ষ থেকে জানা গিয়েছে, ইতিমধ্যে শিক্ষা দফতরের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে । নবান্নের সবুজ সংকেত মেলার পরই বুধবার জেলাশাসকদের বৈঠকে ডেকেছে শিক্ষা দফতর । জানা গিয়েছে, এই বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমেই ৷

এই জয়হিন্দ বাহিনী গড়ে তোলার পিছনে নবান্নের মূল উদ্দেশ্য হল মানবাধিকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা এবং নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি ৷ এখনও পর্যন্ত যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে সরকারি স্কুলগুলির নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই বাহিনীর জন্য নাম লেখাতে পারবে । এনসিসি-তে যেমন প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনই ট্রেনিং পাবে এই বাহিনীর সদস্যরা । এই বাহিনী তৈরির জন্য ইতিমধ্যে প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির মাথায় থাকবেন প্রতিটি জেলার জেলাশাসক । তারাই এই কমিটির চেয়ারম্যান ৷ এছাড়া ডিআই থেকে স্কুলের প্রধান শিক্ষকও পদাধিকার বলে যুক্ত থাকবেন এই কমিটিতে ।

কলকাতা, 2 নভেম্বর: সরকারি স্কুলে এনসিসির কায়দায় গড়ে তোলা হবে জয় হিন্দ বাহিনী ৷ এ কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেইমতো এবার উদ্যোগী হল শিক্ষা দফতর । নবান্নের পক্ষ থেকে জানা গিয়েছে, ইতিমধ্যে শিক্ষা দফতরের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে । নবান্নের সবুজ সংকেত মেলার পরই বুধবার জেলাশাসকদের বৈঠকে ডেকেছে শিক্ষা দফতর । জানা গিয়েছে, এই বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমেই ৷

এই জয়হিন্দ বাহিনী গড়ে তোলার পিছনে নবান্নের মূল উদ্দেশ্য হল মানবাধিকার থেকে শুরু করে আইনশৃঙ্খলা এবং নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি ৷ এখনও পর্যন্ত যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে সরকারি স্কুলগুলির নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই বাহিনীর জন্য নাম লেখাতে পারবে । এনসিসি-তে যেমন প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনই ট্রেনিং পাবে এই বাহিনীর সদস্যরা । এই বাহিনী তৈরির জন্য ইতিমধ্যে প্রতিটি জেলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে । এই কমিটির মাথায় থাকবেন প্রতিটি জেলার জেলাশাসক । তারাই এই কমিটির চেয়ারম্যান ৷ এছাড়া ডিআই থেকে স্কুলের প্রধান শিক্ষকও পদাধিকার বলে যুক্ত থাকবেন এই কমিটিতে ।

আরও পড়ুন: এনসিসি ক্যাডেটদের ভবিষ্যৎ নষ্ট করছেন মমতা, দাবি বিজেপির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.