কলকাতা, 18 অক্টোবর : কয়েকদিন ধরেই রাজ্যে প্রতিদিন কোরোনায় আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থের সংখ্যা বেশি ছিল ৷ কিন্তু গত 24 ঘণ্টায় সুস্থের সংখ্যাকে ছাপিয়ে গেল আক্রান্তের সংখ্যা ৷ আক্রান্ত হয়েছে 3 হাজার 983 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 3 লাখ 21 হাজার 36 জন ৷
গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 64 জনের ৷ এই নিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 6 হাজার 56 জন ৷ তবে সেই সঙ্গে বেড়েছে সুস্থতার হারও ৷ রাজ্যে সুস্থতার হার 87.55 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 113 জন ৷ এই নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে 2 লাখ 81 হাজার 53 জন ৷
রাজ্যের বিভিন্ন জেলায় সংক্রমণের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষস্থানে রয়েছে কলকাতা ও দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা ৷ উত্তর 24 পরগনায় মোট আক্রান্তের সংখ্যা 64 হাজার 780 জন ৷ সেখানে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 1 হাজার 374 জনের ৷
রাজ্যে গতকাল পর্যন্ত 39 লাখ 47 হাজার 750টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । আজ 43 হাজার 520টি নমুনা পরীক্ষা করা হয় । সব মিলিয়ে এপর্যন্ত মোট 39 লাখ 91 হাজার 270টি নমুনা পরীক্ষা করা হয়েছে । প্রতি 10 লাখে 44 হাজার 347 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.4 শতাংশ ।