ETV Bharat / state

পাঁচ টাকাতেই মা প্রকল্পে ভরবে পেট - মায়ের রান্নাঘর

এবার থেকে রাজ্যে পাঁচ টাকাতেই মিলবে ভরপেট খাবার । পাওয়া যাবে ভাত, ডাল, সবজি... আর সঙ্গে ডিমের ঝোল ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 15, 2021, 4:26 PM IST

Updated : Feb 15, 2021, 6:37 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : আজ থেকে রাজ্যে চালু হল মা প্রকল্প । এবার থেকে মাত্র পাঁচ টাকাতেই মিলবে ভরপেট খাবার । মিলবে ভাত, ডাল, সবজি... আর সঙ্গে ডিমের ঝোল । আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে মা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হচ্ছে কলকাতা ও শহরতলিসহ অন্যান্য জেলাগুলিতে । পরে রাজ্যের সমস্ত বড় শহরগুলিতে এই প্রকল্প চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী । মা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কাজ পাবেন বলেও জানান তিনি । পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে নতুন বাণিজ্যিক সেট আপ তৈরি হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ।

প্রাথমিকভাবে কলকাতা পৌরনিগমের 16 টি বোরোতে আজ থেকে মা প্রকল্প চালু হল । মাত্র 5 টাকায় ভরপেট খাবার মিলবে এখানে । এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 15 টাকা করে ভর্তুকি দিচ্ছে বলে নবান্ন থেক জানান তিনি । প্রতিদিন দুপুর 1 টা থেকে 2 টো পর্যন্ত খাবার পাওয়া যাবে মায়ের রান্নাঘর থেকে ।

আরও পড়ুন : "আমি গোলরক্ষক, দেখি ক'টা গোল দিতে পারেন..."

রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট ঘোষণা করার সময়েই এই প্রকল্পের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ঘোষণার দশদিনের মধ্যে রাজ্যবাসীর জন্য এই প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 15 ফেব্রুয়ারি : আজ থেকে রাজ্যে চালু হল মা প্রকল্প । এবার থেকে মাত্র পাঁচ টাকাতেই মিলবে ভরপেট খাবার । মিলবে ভাত, ডাল, সবজি... আর সঙ্গে ডিমের ঝোল । আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে মা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হচ্ছে কলকাতা ও শহরতলিসহ অন্যান্য জেলাগুলিতে । পরে রাজ্যের সমস্ত বড় শহরগুলিতে এই প্রকল্প চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী । মা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা কাজ পাবেন বলেও জানান তিনি । পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে নতুন বাণিজ্যিক সেট আপ তৈরি হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী ।

প্রাথমিকভাবে কলকাতা পৌরনিগমের 16 টি বোরোতে আজ থেকে মা প্রকল্প চালু হল । মাত্র 5 টাকায় ভরপেট খাবার মিলবে এখানে । এই প্রকল্পের জন্য রাজ্য সরকার 15 টাকা করে ভর্তুকি দিচ্ছে বলে নবান্ন থেক জানান তিনি । প্রতিদিন দুপুর 1 টা থেকে 2 টো পর্যন্ত খাবার পাওয়া যাবে মায়ের রান্নাঘর থেকে ।

আরও পড়ুন : "আমি গোলরক্ষক, দেখি ক'টা গোল দিতে পারেন..."

রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট ঘোষণা করার সময়েই এই প্রকল্পের কথা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেই ঘোষণার দশদিনের মধ্যে রাজ্যবাসীর জন্য এই প্রকল্প চালু করলেন মুখ্যমন্ত্রী ।

Last Updated : Feb 15, 2021, 6:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.