কলকাতা, 10 মে : চারিদিকে টিকা নিয়ে হাহাকার পড়ে গিয়েছে ৷ নাম নথিভুক্ত থাকলেও বিনা টিকায় বাড়ি ফিরে আসতে হচ্ছে মানুষকে ৷ গোটা দেশে যখন এই আকাল, তখন রাজ্যবাসীকে আশ্বাসবাণী শোনালেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্য়ায় ৷ জানালেন, সকলেই টিকা পাবেন ৷ উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি রাজ্যবাসীকে পরামর্শ দেন ৷
টিকা নেওয়ার জন্য রাজ্যের হাসপাতালগুলির বাইরে লম্বা লাইন চোখে পড়েছে বিগত কয়েক দিনে ৷ সেই বিষয়টিও আজ উঠে এল আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথায় ৷ প্রত্যেককে টিকা দেওয়ার আশ্বাস দিয়ে বললেন, হাসপাতালগুলির বাইরে টিকা নেওয়ার জন্য অযথা ভিড় বাড়ানোর কোনও প্রয়োজন নেই ৷
আরও পড়ুন : করোনা মোকাবিলায় সমাজের বিভিন্ন স্তরকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর
যাঁরা বেসরকারি হাসপাতালগুলি থেকে করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছিলেন, তাঁরাও প্রত্যেকে সঠিক সময়ে যাতে দ্বিতীয় ডোজ পান তা নিশ্চিত করার ব্যবস্থা করছে রাজ্য সরকার ৷ তৈরি করা হচ্ছে নির্ঘণ্টও ৷ আজ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যসচিব ৷