ETV Bharat / state

এনআরসি লাগু না-করলে রাজ্যকে বাঁচানো যাবে না, মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির - শেখ শাহজাহান

Sukant Majumdar has Come Forward for NRC: ফের একবার বাংলায় এনআরসি লাগু করার পক্ষে সরব হলেন সুকান্ত মজুমদার ৷ সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর প্রাণঘাতি হামলা ও রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানের বাংলাদেশ পালিয়ে যাওয়ার অভিযোগের ইস্যুতে আজ রাজ্যপালকে স্মারকলিপি জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 3:56 PM IST

পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ফের একবার এনআরসি লাগু করার কথা সুকান্ত মজুমদারের

কলকাতা, 7 জানুয়ারি: কে ভারতীয়, আর কে ভারতীয় নয়; তা জানতে বলে এনআরসি করতেই হবে ৷ তা না-হলে বাংলা বাঁচাবে না ৷ সন্দেশখালির ঘটনায় রোহিঙ্গা ও অনুপ্রবেশ ইস্যুতে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, শেখ শাহজাহানের বাংলাদেশ পালিয়ে যাওয়া তত্ত্বে সুকান্ত দাবি করেছেন, রাজ্য পুলিশের কাছে সব খবর আছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিয়ে রেখেছেন ৷ ফলে তাঁর নির্দেশ ছাড়া রাজ্য পুলিশের কিছু করার নেই বলে জানান সুকান্ত ৷

রবিবার সকালেই রাজভবনে যান রাজ্য বিজেপির সভাপতি ৷ সন্দেশখালিকে ইডি ও সিআরপিএফ-এর উপর হওয়া প্রাণঘাতী হামলা এবং সমগ্র রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ একটি স্মারকলিপি জমা দেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "সন্দেশখালি ইস্যুতে রাজ্যপাল যথেষ্ট উদ্বিগ্ন ৷ তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না ৷"

রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান ৷ যিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বটে ৷ এই দাপুটে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে প্রাণঘাতি হামলার শিকার হন ইডি এবং সিআরপিএফ জওয়ানরা ৷ কিন্তু, পুরো ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন শাহজাহান ৷ যা নিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিজেপির কাছে খবর রয়েছে, বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত ৷ কিন্তু, সফল হতে পারেননি ৷

ETV BHARAT
রাজ্য সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালকে দেওয়া সুকান্ত মজুমদারের স্মারকলিপি

আর এ প্রসঙ্গেই ফের একবার রোহিঙ্গা এবং এনআরসি পক্ষে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তিনি বলেন, "সে বাংলাদেশি জামাতের সঙ্গে যোগাযোগ রাখে ৷ এরা বাংলাদেশ ও ভারত দু’জায়গাতেই থাকে ৷ বলা যায় না, বাংলাদেশের ভোটার কার্ডও থাকতে পারে ৷ এখন যা পরিস্থিতি দেখলাম, এখন মনে হচ্ছে বাংলার জন্য এনআরসি অসমের থেকে বেশি প্রয়োজন ৷ কে ভারতীয়, আর কে ভারতীয় নয়, কারা রোহিঙ্গা এখানে এসে বসে গেছে ? যা পরিস্থিতির দিকে এগোচ্ছে, তাতে বাংলাকে বাঁচাতে এনআরসি করতে হবে ৷"

কিন্তু, শেখ শাহজাহান কোথায় রয়েছে ? এ নিয়ে রাজ্য পুলিশের কাছে সব তথ্য রয়েছে বলে জানান সুকান্ত ৷ কিন্তু তাঁদের হাত-পা বেঁধে রাখা হয়েছে ৷ নির্দেশ না-এলে তাঁরা কিছুই করতে পারবেন না বলে অভিযোগ করেন তিনি ৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে শেখ শাহজাহানকে 'জনপ্রিয় নেতা'র সার্কিটিফিকেট দিয়ে রেখেছেন ৷ ফলে পুলিশ সব জেনেও কিছু করতে পারছে না ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে দ্রুত গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে!
  2. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের
  3. জামাতের সঙ্গে কাজ করে শাহজাহান, বিজেপি ক্ষমতায় এলে ছাড় পাবে না, হুঁশিয়ারি সুকান্তর

পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ফের একবার এনআরসি লাগু করার কথা সুকান্ত মজুমদারের

কলকাতা, 7 জানুয়ারি: কে ভারতীয়, আর কে ভারতীয় নয়; তা জানতে বলে এনআরসি করতেই হবে ৷ তা না-হলে বাংলা বাঁচাবে না ৷ সন্দেশখালির ঘটনায় রোহিঙ্গা ও অনুপ্রবেশ ইস্যুতে এমনটাই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ পাশাপাশি, শেখ শাহজাহানের বাংলাদেশ পালিয়ে যাওয়া তত্ত্বে সুকান্ত দাবি করেছেন, রাজ্য পুলিশের কাছে সব খবর আছে ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে সার্টিফিকেট দিয়ে রেখেছেন ৷ ফলে তাঁর নির্দেশ ছাড়া রাজ্য পুলিশের কিছু করার নেই বলে জানান সুকান্ত ৷

রবিবার সকালেই রাজভবনে যান রাজ্য বিজেপির সভাপতি ৷ সন্দেশখালিকে ইডি ও সিআরপিএফ-এর উপর হওয়া প্রাণঘাতী হামলা এবং সমগ্র রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ একটি স্মারকলিপি জমা দেন সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, "সন্দেশখালি ইস্যুতে রাজ্যপাল যথেষ্ট উদ্বিগ্ন ৷ তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, কনস্টিটিউশনের মকারি হতে দেওয়া যাবে না ৷"

রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান ৷ যিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও বটে ৷ এই দাপুটে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে প্রাণঘাতি হামলার শিকার হন ইডি এবং সিআরপিএফ জওয়ানরা ৷ কিন্তু, পুরো ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন শাহজাহান ৷ যা নিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিজেপির কাছে খবর রয়েছে, বাংলাদেশে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত ৷ কিন্তু, সফল হতে পারেননি ৷

ETV BHARAT
রাজ্য সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যপালকে দেওয়া সুকান্ত মজুমদারের স্মারকলিপি

আর এ প্রসঙ্গেই ফের একবার রোহিঙ্গা এবং এনআরসি পক্ষে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তিনি বলেন, "সে বাংলাদেশি জামাতের সঙ্গে যোগাযোগ রাখে ৷ এরা বাংলাদেশ ও ভারত দু’জায়গাতেই থাকে ৷ বলা যায় না, বাংলাদেশের ভোটার কার্ডও থাকতে পারে ৷ এখন যা পরিস্থিতি দেখলাম, এখন মনে হচ্ছে বাংলার জন্য এনআরসি অসমের থেকে বেশি প্রয়োজন ৷ কে ভারতীয়, আর কে ভারতীয় নয়, কারা রোহিঙ্গা এখানে এসে বসে গেছে ? যা পরিস্থিতির দিকে এগোচ্ছে, তাতে বাংলাকে বাঁচাতে এনআরসি করতে হবে ৷"

কিন্তু, শেখ শাহজাহান কোথায় রয়েছে ? এ নিয়ে রাজ্য পুলিশের কাছে সব তথ্য রয়েছে বলে জানান সুকান্ত ৷ কিন্তু তাঁদের হাত-পা বেঁধে রাখা হয়েছে ৷ নির্দেশ না-এলে তাঁরা কিছুই করতে পারবেন না বলে অভিযোগ করেন তিনি ৷ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে শেখ শাহজাহানকে 'জনপ্রিয় নেতা'র সার্কিটিফিকেট দিয়ে রেখেছেন ৷ ফলে পুলিশ সব জেনেও কিছু করতে পারছে না ৷

আরও পড়ুন:

  1. সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে দ্রুত গ্রেফতারের নির্দেশ রাজ্যপালের, কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে!
  2. 'ইডি-সিবিআই নিয়ে ভয়ের কিছু নেই', আড়াল থেকে অডিয়ো বার্তা শাহজাহানের
  3. জামাতের সঙ্গে কাজ করে শাহজাহান, বিজেপি ক্ষমতায় এলে ছাড় পাবে না, হুঁশিয়ারি সুকান্তর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.