ETV Bharat / state

ভোটমুখী ভোট-অন-অ্যাকাউন্টে কল্পতরু মমতা

তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য 20 লাখ বাড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি সমস্ত মাটির বাড়ি পাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি ।

author img

By

Published : Feb 5, 2021, 7:54 PM IST

West Bengal Budget 2021
ছবি

কলকাতা, 5 ফেব্রুয়ারি : বিধানসভায় 2 লাখ 99 হাজার কোটি টাকার ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি কৃষকদের জন্য বার্ষিক ভাতা, পার্শ্বশিক্ষকদের বেতনবৃদ্ধি-সহ একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থতার কারণে বিধানসভায় আসতে পারেননি । তাঁর বদলে এবার রাজ্য বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বাজেট পেশ শুরু করতেই তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভার ভিতরে । ওয়েলে নেমে প্রতিবাদ দেখান বিরোধীরা । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশে অনুরোধ করেন, বাজেট পেশে সহযোগিতা করার জন্য ।

কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই বিধানসভা থেকে ওয়াক আউট করে যান বিজেপি বিধায়করা । এদিকে হই হট্টগোলের মধ্যেই ফের একবার শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি । মুখ্যমন্ত্রী কেন বাজেট পেশ করছেন, সেই অভিযোগ তুলে জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিরোধীরা । অন্যদিকে বাজেটের নামে মুখ্যমন্ত্রীর 'ভাষণ' শুনতে নারাজ বাম-কংগ্রেসও । পরে বাম ও কংগ্রেস বিধায়করাও বাজেট বয়কটের সিদ্ধান্ত নেন ।

এরই মধ্যে বিধানসভায় বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী । বললেন, কেন্দ্রের থেকে পর্যাপ্ত সাহায্য না পাওয়ার পরেও তাঁর সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য অবিরাম কাজ করে গিয়েছে ।

আজকের বাজেট পেশ করার সময় কার্যত ভোটের আগে দরাজ মুখ্যমন্ত্রী । ফের একবার কল্পতরু রাজ্য সরকার । তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য 20 লাখ বাড়ি তৈরির ঘোষণা করা হয় বাজেটে । পাশাপাশি সমস্ত মাটির বাড়ি পাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি । এই প্রকল্পের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে ।

আরও পড়ুন : মমতার বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

পাশাপাশি সরকার অনুমোদিত মাদ্রাসাগুলি, যেগুলি আর্থিক সাহায্য পাচ্ছে না, সেগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও বাজেটে জানান মুখ্যমন্ত্রী । এর জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে । কৃষক-স্বার্থের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বরাদ্দ 5 হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে 6 হাজার কোটি টাকা করার কথাও ঘোষণা করা হয় বাজেটে ।

শিক্ষার দিকে দেওয়া হয়েছে বাড়তি নজর । চা বাগান এলাকাগুলিতে নতুন 100 টি স্কুল তৈরির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে । একইসঙ্গে তপসিল জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলিকে 100 টি নতুন ইংরেজি মাধ্যমের স্কুল তৈরির ঘোষণা করা হয়েছে । এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কমপক্ষে 300 জন পার্শ্বশিক্ষক নিয়োগ করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে বাজেটে জানান মুখ্যমন্ত্রী ।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্প, যা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, তা বাংলায় চালু করতে দেওয়ার পক্ষে মত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । নজর দেওয়া হয়েছে গ্রামোন্নয়নের দিকেও । আগামী পাঁচ বছরের মধ্যে 46 হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য ।

মুখ্যমন্ত্রী বলেন, "আগামী বছরের মধ্যে 10 হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে । সবক'টি গ্রামীণ রাস্তাকে রাজ্য সড়কের সঙ্গে যুক্ত করা হবে । আমরা শহরে চারটি নতুন উড়ালপুল তৈরি করব । এরমধ্যে একটি ই এম বাইপাসের থেকে নিউটাউন পর্যন্ত এবং একটি হবে পাইকপাড়া থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত ।"

রাজ্যে দেড় কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । সরকারি দপ্তরগুলিতে শূণ্যপদগুলি পূরণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী । চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রোড ট্যাক্সের উপর ছাড় দেওয়ার কথাও বলা হয় বাজেটে ।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে রাজ্য স্তরে প্ল্যানিং কমিশন তৈরির পরিকল্পনার কথাও বলেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, " প্রত্যেক জেলায় জয় হিন্দ ভবন এবং নিউটাউনে আজ়াদ হিন্দ স্মারক তৈরি করা হবে ।" পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের সুবিধার কথাও আজ বাজেট পেশ করার সময় আরও একবার তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : বিধানসভায় 2 লাখ 99 হাজার কোটি টাকার ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি কৃষকদের জন্য বার্ষিক ভাতা, পার্শ্বশিক্ষকদের বেতনবৃদ্ধি-সহ একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থতার কারণে বিধানসভায় আসতে পারেননি । তাঁর বদলে এবার রাজ্য বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বাজেট পেশ শুরু করতেই তুমুল হই হট্টগোল শুরু হয়ে যায় বিধানসভার ভিতরে । ওয়েলে নেমে প্রতিবাদ দেখান বিরোধীরা । বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের উদ্দেশে অনুরোধ করেন, বাজেট পেশে সহযোগিতা করার জন্য ।

কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গেই বিধানসভা থেকে ওয়াক আউট করে যান বিজেপি বিধায়করা । এদিকে হই হট্টগোলের মধ্যেই ফের একবার শোনা যায় জয় শ্রীরাম ধ্বনি । মুখ্যমন্ত্রী কেন বাজেট পেশ করছেন, সেই অভিযোগ তুলে জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিরোধীরা । অন্যদিকে বাজেটের নামে মুখ্যমন্ত্রীর 'ভাষণ' শুনতে নারাজ বাম-কংগ্রেসও । পরে বাম ও কংগ্রেস বিধায়করাও বাজেট বয়কটের সিদ্ধান্ত নেন ।

এরই মধ্যে বিধানসভায় বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী । বললেন, কেন্দ্রের থেকে পর্যাপ্ত সাহায্য না পাওয়ার পরেও তাঁর সরকার রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য অবিরাম কাজ করে গিয়েছে ।

আজকের বাজেট পেশ করার সময় কার্যত ভোটের আগে দরাজ মুখ্যমন্ত্রী । ফের একবার কল্পতরু রাজ্য সরকার । তপশিলি জাতি ও উপজাতির মানুষদের জন্য 20 লাখ বাড়ি তৈরির ঘোষণা করা হয় বাজেটে । পাশাপাশি সমস্ত মাটির বাড়ি পাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি । এই প্রকল্পের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে ।

আরও পড়ুন : মমতার বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

পাশাপাশি সরকার অনুমোদিত মাদ্রাসাগুলি, যেগুলি আর্থিক সাহায্য পাচ্ছে না, সেগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও বাজেটে জানান মুখ্যমন্ত্রী । এর জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে । কৃষক-স্বার্থের কথা মাথায় রেখে কৃষক বন্ধু প্রকল্পের জন্য বরাদ্দ 5 হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে 6 হাজার কোটি টাকা করার কথাও ঘোষণা করা হয় বাজেটে ।

শিক্ষার দিকে দেওয়া হয়েছে বাড়তি নজর । চা বাগান এলাকাগুলিতে নতুন 100 টি স্কুল তৈরির কথা ঘোষণা করা হয়েছে বাজেটে । একইসঙ্গে তপসিল জাতি ও উপজাতি অধ্যুষিত এলাকাগুলিকে 100 টি নতুন ইংরেজি মাধ্যমের স্কুল তৈরির ঘোষণা করা হয়েছে । এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কমপক্ষে 300 জন পার্শ্বশিক্ষক নিয়োগ করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে বাজেটে জানান মুখ্যমন্ত্রী ।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্প, যা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, তা বাংলায় চালু করতে দেওয়ার পক্ষে মত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । নজর দেওয়া হয়েছে গ্রামোন্নয়নের দিকেও । আগামী পাঁচ বছরের মধ্যে 46 হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য ।

মুখ্যমন্ত্রী বলেন, "আগামী বছরের মধ্যে 10 হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে । সবক'টি গ্রামীণ রাস্তাকে রাজ্য সড়কের সঙ্গে যুক্ত করা হবে । আমরা শহরে চারটি নতুন উড়ালপুল তৈরি করব । এরমধ্যে একটি ই এম বাইপাসের থেকে নিউটাউন পর্যন্ত এবং একটি হবে পাইকপাড়া থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত ।"

রাজ্যে দেড় কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী । সরকারি দপ্তরগুলিতে শূণ্যপদগুলি পূরণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী । চলতি বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রোড ট্যাক্সের উপর ছাড় দেওয়ার কথাও বলা হয় বাজেটে ।

নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে রাজ্য স্তরে প্ল্যানিং কমিশন তৈরির পরিকল্পনার কথাও বলেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, " প্রত্যেক জেলায় জয় হিন্দ ভবন এবং নিউটাউনে আজ়াদ হিন্দ স্মারক তৈরি করা হবে ।" পাশাপাশি দুয়ারে সরকার প্রকল্পের সুবিধার কথাও আজ বাজেট পেশ করার সময় আরও একবার তুলে ধরেন মুখ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.