ETV Bharat / state

TET 2022 Result: বাইশের টেটে মেয়েদের জয়জয়কার, প্রথম বর্ধমানের ইনা সিং

শুক্রবার প্রকাশিত হল 2022 সালের টেটের ফলাফল (TET 2022 Result) ৷ বাজিমাৎ করলেন মেয়েরা ৷

West Bengal Board of Primary Education President Goutam Paul announces TET 2022 Result
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 10, 2023, 1:45 PM IST

বিধাননগর ও কলকাতা, 10 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলে (TET 2022 Result) মেয়েদের জয়জয়কার ৷ নির্ধারিত সূচি মেনে শুক্রবার 2022 সালের টেটের ফলাফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Goutam Paul) ৷ তিনি জানান, শিক্ষকদের মান নিরীক্ষণের এই পরীক্ষায় প্রথম হয়েছেন ইনা সিং ৷ তিনি বর্ধমানের বাসিন্দা ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন মোট চারজন ৷ তাঁদের মধ্যে দু'জন হলেন মেঘনা চক্রবর্তী এবং দীপিকা রায় ৷

এদিন পর্ষদ সভাপতি টেটের ফল প্রকাশ করার সময় বিশেষভাবে সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা জানান ৷ তিনি বলেন, "আমরা দেশের শীর্ষ আদালতের প্রতি কৃতজ্ঞ ৷ কারণ, শীর্ষ আদালত আমাদের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছিল ৷ আমাদের বলা হয়েছিল, 2022 সালে 31 ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নিতে হবে ৷ আমরা আদালতের সেই নির্দেশ পালন করেছি ৷"

আরও পড়ুন: শিয়ালদা থেকে ধর্মতলা চাকরিপ্রার্থীদের মহামিছিলে হাঁটলেন মীরাতুন

এদিনের সাংবাদিক সম্মেলনে স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশের বিষয়টিও তুলে ধরেন পর্ষদ সভাপতি ৷ তিনি জানান, কারও যদি প্রাপ্ত নম্বর নিয়ে কোনও সংশয় বা প্রশ্ন থাকে, তাহলে তাঁরা প্রাপ্ত নম্বর নিয়ে পর্ষদকে চ্য়ালেঞ্জ করতে পারেন ৷ সেক্ষেত্রে, একটি ত্রিস্তরীয় অনলাইন ব্যবস্থাপনা মজুত রাখা হয়েছে ৷ এই ব্যবস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা আবেদনকারীর দাবি খতিয়ে দেখবেন ৷ তারপর তাঁদের সুপারিশ মেনে পর্ষদ পদক্ষেপ করবে ৷ ভারতে এই ধরনের ব্যবস্থাপনা খুব একটা প্রচলিত নয় বলেই দাবি করেছেন গৌতম ৷

শিক্ষায় দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে । যেদিন টেটের ফল প্রকাশ হচ্ছে সেদিনও এসএসসি সংক্রান্ত একটি মামলায় কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন করে বেশ কয়েকজনের চাকরিও গিয়েছে । এই আবহেই টেটের ফল প্রকাশিত হল । প্রাথমিক ফলাফলেই দেখা গেল দারুণ ফল করেছেন ছাত্রীরা ।

বিধাননগর ও কলকাতা, 10 ফেব্রুয়ারি: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলে (TET 2022 Result) মেয়েদের জয়জয়কার ৷ নির্ধারিত সূচি মেনে শুক্রবার 2022 সালের টেটের ফলাফল প্রকাশ করেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Goutam Paul) ৷ তিনি জানান, শিক্ষকদের মান নিরীক্ষণের এই পরীক্ষায় প্রথম হয়েছেন ইনা সিং ৷ তিনি বর্ধমানের বাসিন্দা ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন মোট চারজন ৷ তাঁদের মধ্যে দু'জন হলেন মেঘনা চক্রবর্তী এবং দীপিকা রায় ৷

এদিন পর্ষদ সভাপতি টেটের ফল প্রকাশ করার সময় বিশেষভাবে সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা জানান ৷ তিনি বলেন, "আমরা দেশের শীর্ষ আদালতের প্রতি কৃতজ্ঞ ৷ কারণ, শীর্ষ আদালত আমাদের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছিল ৷ আমাদের বলা হয়েছিল, 2022 সালে 31 ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নিতে হবে ৷ আমরা আদালতের সেই নির্দেশ পালন করেছি ৷"

আরও পড়ুন: শিয়ালদা থেকে ধর্মতলা চাকরিপ্রার্থীদের মহামিছিলে হাঁটলেন মীরাতুন

এদিনের সাংবাদিক সম্মেলনে স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশের বিষয়টিও তুলে ধরেন পর্ষদ সভাপতি ৷ তিনি জানান, কারও যদি প্রাপ্ত নম্বর নিয়ে কোনও সংশয় বা প্রশ্ন থাকে, তাহলে তাঁরা প্রাপ্ত নম্বর নিয়ে পর্ষদকে চ্য়ালেঞ্জ করতে পারেন ৷ সেক্ষেত্রে, একটি ত্রিস্তরীয় অনলাইন ব্যবস্থাপনা মজুত রাখা হয়েছে ৷ এই ব্যবস্থাপনার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা আবেদনকারীর দাবি খতিয়ে দেখবেন ৷ তারপর তাঁদের সুপারিশ মেনে পর্ষদ পদক্ষেপ করবে ৷ ভারতে এই ধরনের ব্যবস্থাপনা খুব একটা প্রচলিত নয় বলেই দাবি করেছেন গৌতম ৷

শিক্ষায় দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে । যেদিন টেটের ফল প্রকাশ হচ্ছে সেদিনও এসএসসি সংক্রান্ত একটি মামলায় কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন করে বেশ কয়েকজনের চাকরিও গিয়েছে । এই আবহেই টেটের ফল প্রকাশিত হল । প্রাথমিক ফলাফলেই দেখা গেল দারুণ ফল করেছেন ছাত্রীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.