ETV Bharat / state

মমতার "দিদিকে বলো" মডেলে এবার বিজেপির "বিধায়ককে বলো"

বিজেপি সূত্রে খবর, প্রত্যেক বিধায়ককে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করতে হবে। সেই নম্বর সংশ্লিষ্ট বিধায়ককে তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে হবে । যাতে এলাকার বাসিন্দারা যে সমস্যা নিয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারেন ।

বিধায়ককে বলো
ছবি
author img

By

Published : Jul 16, 2021, 6:34 PM IST

কলকাতা, 16 জুলাই : এবার তৃণমূলের "দিদিকে বলো"-র মডেলে বিজেপির "বিধায়ককে বলো" বিশেষ প্রকল্প চালু করছে বিজেপি । বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ ও রাজ্যের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্যের মস্তিস্কপ্রসুত এই পরিকল্পনা । বিজেপির 74 জন বিধায়ককেই এই নির্দেশ পাঠানো হয়েছে ।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের উপদেশ মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চালু করেছিলেন "দিদিকে বলো" প্রকল্প । রাজ্যের সাধারণ মানুষ ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন নিজেদের অভাব এবং অভিযোগ । এই "দিদিকে বলো" তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছিল জনসংযোগ বাড়াতে । যার সুফল একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলেই বোঝা গিয়েছে । বঙ্গ বিজেপি এখন অনেকটা একই পথে হাটতে চাইছে । শুধু "দিদিকে বলো"র বদলে "বিধায়ককে বলো"। পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে দলের 74 জন বিধায়ককে এই মর্মে নির্দেশ দিয়েছেন ।

এই বিষয়ে বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন যে দলের তরফে সব বিধাককেই একটি হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর চালু করার কথা বলা হয়েছে । ইটিভি ভারতকে মনোজ টিগ্গা বলেছেন, "এর জন্য আলাদা একটি নম্বরও চালু করা হচ্ছে । এলাকার বাসিন্দাদের সমস্যা দ্রুত সমাধান হবে । অভিযোগ জমা পড়ার 48 ঘণ্টার মধ্যেই তার সমাধান করার লক্ষ্য নেওয়ার কথা বলা হয়েছে দলের সব বিধায়ককে । "

বিজেপি সূত্রে খবর, প্রত্যেক বিধায়ককে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করতে হবে। সেই নম্বর সংশ্লিষ্ট বিধায়ককে তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে হবে । যাতে এলাকার বাসিন্দারা যে সমস্যা নিয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারেন । যখন কোনও অভিযোগ জমা পড়বে, দ্রুত সেই অভিযোগ এর সমাধান করতে হবে ।

সূত্রের খবর, একুশের বিধানসভা নির্বাচণে " দিদিকে বলো" স্লোগান খুবই জনপ্রিয়তা অর্জন করে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করে তৃণমূল । তাই এবার "বিধায়ককে বলো" কর্মসূচির সূচনা করে বাজিমাত করতে চাইছে বিজেপি ।

মূলত, নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগ বাড়াতে বিজেপি বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে । প্রতি সপ্তাহে রবিবার বিধায়ক অফিসে বসতে হবে । এলাকার মানুষের অসুবিধা শুনতে হবে । এলাকার সমস্যা নিয়ে বিধানসভায় সরব হতে হবে । প্রয়োজনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে ।

কলকাতা, 16 জুলাই : এবার তৃণমূলের "দিদিকে বলো"-র মডেলে বিজেপির "বিধায়ককে বলো" বিশেষ প্রকল্প চালু করছে বিজেপি । বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ ও রাজ্যের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্যের মস্তিস্কপ্রসুত এই পরিকল্পনা । বিজেপির 74 জন বিধায়ককেই এই নির্দেশ পাঠানো হয়েছে ।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের উপদেশ মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় চালু করেছিলেন "দিদিকে বলো" প্রকল্প । রাজ্যের সাধারণ মানুষ ফোন করে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে পারতেন নিজেদের অভাব এবং অভিযোগ । এই "দিদিকে বলো" তৃণমূল কংগ্রেসকে সাহায্য করেছিল জনসংযোগ বাড়াতে । যার সুফল একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলেই বোঝা গিয়েছে । বঙ্গ বিজেপি এখন অনেকটা একই পথে হাটতে চাইছে । শুধু "দিদিকে বলো"র বদলে "বিধায়ককে বলো"। পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে দলের 74 জন বিধায়ককে এই মর্মে নির্দেশ দিয়েছেন ।

এই বিষয়ে বিধানসভার মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেন যে দলের তরফে সব বিধাককেই একটি হোয়াটসঅ্যাপ (WhatsApp) নম্বর চালু করার কথা বলা হয়েছে । ইটিভি ভারতকে মনোজ টিগ্গা বলেছেন, "এর জন্য আলাদা একটি নম্বরও চালু করা হচ্ছে । এলাকার বাসিন্দাদের সমস্যা দ্রুত সমাধান হবে । অভিযোগ জমা পড়ার 48 ঘণ্টার মধ্যেই তার সমাধান করার লক্ষ্য নেওয়ার কথা বলা হয়েছে দলের সব বিধায়ককে । "

বিজেপি সূত্রে খবর, প্রত্যেক বিধায়ককে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করতে হবে। সেই নম্বর সংশ্লিষ্ট বিধায়ককে তাঁর নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের কাছে পৌঁছে দিতে হবে । যাতে এলাকার বাসিন্দারা যে সমস্যা নিয়ে বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারেন । যখন কোনও অভিযোগ জমা পড়বে, দ্রুত সেই অভিযোগ এর সমাধান করতে হবে ।

সূত্রের খবর, একুশের বিধানসভা নির্বাচণে " দিদিকে বলো" স্লোগান খুবই জনপ্রিয়তা অর্জন করে । রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একে হাতিয়ার করেই বিধানসভা নির্বাচনে বৈতরণী পার করে তৃণমূল । তাই এবার "বিধায়ককে বলো" কর্মসূচির সূচনা করে বাজিমাত করতে চাইছে বিজেপি ।

মূলত, নিজের বিধানসভা কেন্দ্রে জনসংযোগ বাড়াতে বিজেপি বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে । প্রতি সপ্তাহে রবিবার বিধায়ক অফিসে বসতে হবে । এলাকার মানুষের অসুবিধা শুনতে হবে । এলাকার সমস্যা নিয়ে বিধানসভায় সরব হতে হবে । প্রয়োজনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করারও নির্দেশ দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.