ETV Bharat / state

সৌমিত্র জোকার ? যুব মোর্চার রাজ্য সভাপতিকে কী বললেন দিলীপ - Saumitra Khan as Joker

পাগলামির একটা সীমা থাকে । এটা ঠিক হওয়া উচিত । মন্তব্য বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের ।

দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
author img

By

Published : Jul 9, 2021, 9:01 AM IST

Updated : Jul 9, 2021, 9:23 AM IST

কলকাতা, 9 জুলাই : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে নিয়ে বুধবার দিনভর নাটক চলে । সকালে যুব মোর্চার পদ থেকে ইস্তফা । রাতে ইস্তফাপত্র প্রত্যাহার । আর এই বিতর্ক এর মধ্যেই সৌমিত্র খাঁকে "জোকার" বলে কটাক্ষ করতেও ছাড়লেন না দিলীপ ঘোষ ।

বৃহস্পতিবার কড়া ভাষায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি । বলেন, "যুবনেতার এই ধরনের অর্বাচীন কাজকর্ম করাটা খুব স্বাভাবিক । বিজেপিতে এসেছেন । বুঝতে সময় লাগবে, তবে বুঝে যাবেন । প্রথম প্রথম ছোটদের দোষ আমরা মাফ করে দিই । তাঁর বয়সের সঙ্গে সঙ্গে যদি ম্যাচুরিটি না আসে, তার জন্য দল থেকে ব্যবস্থা নেওয়া হবে । পাগলামির একটা সীমা থাকে । এটা ঠিক হওয়া উচিত।"

তবে সৌমিত্রর বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে কি না, তা নিয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু বললেন না দিলীপ ঘোষ । শুধু জানিয়ে দিলেন, যখন ব্যবস্থা হবে সংবাদমাধ্যম ঠিক জানতে পারবে ।

সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে বঙ্গ বিজেপি ?

আরও পড়ুন : শুভেন্দু-দিলীপের বিরুদ্ধে বলেও শৃঙ্খলা ভাঙেননি সৌমিত্র, সাফাই বঙ্গ বিজেপির সহসভাপতির

সৌমিত্র খাঁর এহেন কাজে যে বেজায় চটেছেন দিলীপ বাবু । আর তা দলের রাজ্য সভাপতির বক্তব্য থেকেই স্পষ্ট । দলেরই নেতাকে জোকার বলতেও দ্বিধাবোধ করলেন না । বললেন, "রাজনীতিতে জোকারদের গুরুত্ব থাকে ঠিকই, কিন্তু রাজনীতিতে নিজের ওজন কমানো উচিত নয় । তাঁকে দল যোগ্য সম্মান দিয়েছে । তা রক্ষা করা উচিত দলের জন্য । দলের জন্য কেউ অপরিহার্য নন ।"

কলকাতা, 9 জুলাই : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে নিয়ে বুধবার দিনভর নাটক চলে । সকালে যুব মোর্চার পদ থেকে ইস্তফা । রাতে ইস্তফাপত্র প্রত্যাহার । আর এই বিতর্ক এর মধ্যেই সৌমিত্র খাঁকে "জোকার" বলে কটাক্ষ করতেও ছাড়লেন না দিলীপ ঘোষ ।

বৃহস্পতিবার কড়া ভাষায় সৌমিত্র খাঁর বিরুদ্ধে মুখ খুললেন বঙ্গ বিজেপির সভাপতি । বলেন, "যুবনেতার এই ধরনের অর্বাচীন কাজকর্ম করাটা খুব স্বাভাবিক । বিজেপিতে এসেছেন । বুঝতে সময় লাগবে, তবে বুঝে যাবেন । প্রথম প্রথম ছোটদের দোষ আমরা মাফ করে দিই । তাঁর বয়সের সঙ্গে সঙ্গে যদি ম্যাচুরিটি না আসে, তার জন্য দল থেকে ব্যবস্থা নেওয়া হবে । পাগলামির একটা সীমা থাকে । এটা ঠিক হওয়া উচিত।"

তবে সৌমিত্রর বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নেবে কি না, তা নিয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু বললেন না দিলীপ ঘোষ । শুধু জানিয়ে দিলেন, যখন ব্যবস্থা হবে সংবাদমাধ্যম ঠিক জানতে পারবে ।

সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে বঙ্গ বিজেপি ?

আরও পড়ুন : শুভেন্দু-দিলীপের বিরুদ্ধে বলেও শৃঙ্খলা ভাঙেননি সৌমিত্র, সাফাই বঙ্গ বিজেপির সহসভাপতির

সৌমিত্র খাঁর এহেন কাজে যে বেজায় চটেছেন দিলীপ বাবু । আর তা দলের রাজ্য সভাপতির বক্তব্য থেকেই স্পষ্ট । দলেরই নেতাকে জোকার বলতেও দ্বিধাবোধ করলেন না । বললেন, "রাজনীতিতে জোকারদের গুরুত্ব থাকে ঠিকই, কিন্তু রাজনীতিতে নিজের ওজন কমানো উচিত নয় । তাঁকে দল যোগ্য সম্মান দিয়েছে । তা রক্ষা করা উচিত দলের জন্য । দলের জন্য কেউ অপরিহার্য নন ।"

Last Updated : Jul 9, 2021, 9:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.