ETV Bharat / state

বাড়ির পরিষ্কার কাপড় কেটে মাস্ক হিসেবে ব্যবহার করুন : দিলীপ

ইতিমধ্যে ভারতে কোরোনা আক্রান্তে এক ব্যক্তির গতকাল মৃত্যু হয়েছে । সংক্রমণের সংখ্যা 70 পার হয়েছে । শুরু হয়েছে মাস্কের কালোবাজারিও । এই প্রসঙ্গে গতকাল দিলীপ ঘোষ পরিষ্কার কাপড় কেটে সুতো দিয়ে বেঁধে মাস্ক হিসেবে ব্যবহার করার পরামর্শ দেন । তাতেই কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচা যাবে বলেও মনে করেন তিনি।

dilip
dilip
author img

By

Published : Mar 13, 2020, 10:43 AM IST

কলকাতা, 13 মার্চ : চাহিদা মতো N-95 মাস্ক পাওয়া যাচ্ছে না ৷ এই অবস্থায় বাড়ির পরিষ্কার কাপড় কেটে মাস্ক বানানোর পরামর্শ দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাতে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচা যাবে বলে মনে করছেন তিনি ।

ইতিমধ্যে ভারতে কোরোনা আক্রান্তে এক ব্যক্তির গতকাল মৃত্যু হয়েছে । সংক্রমণের সংখ্যা 70 পার করেছে । খুব স্বাভাবিকভাবে প্রতিটি রাজ্যেই এক আতঙ্কের সৃষ্টি হয়েছে । সতর্কতার দরুণ মানুষ মাস্ক, স্যানিটাইজ়ার কিনে রাখতে চাইছেন । এই সময়ই কলকাতা সহ রাজ্যের অন্যান্য স্থানেও মিলছে না মাস্ক । আবার শুরু হয়েছে কালোবাজারিও । তা রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কলকাতা পুলিশের বিশেষ দল । গতকাল সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই ওঠে । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মাস্ক পাওয়া যাচ্ছে না । এই মুহূর্তে কী করা উচিত ?

চিন থেকেই মাস্কগুলি আমদানি হত । কিন্তু সেখানে সংক্রমণ বড় আকার নিয়েছে । ভারত থেকে মাস্কের যে অর্ডার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মাস্কগুলি সবক্ষেত্রে দেশে রপ্তানি করতে পারছে না কোনও কম্পানি । তাই বাড়িতেই মাস্ক তৈরি করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "অনেকে বলছে মাস্ক পরব কীভাবে ? আমার মনে হয় বাড়িতে পরিষ্কার কাপড় সুতো দিয়ে বেঁধে মাস্ক তৈরি করে নিন । তাতেই কাজ হবে বলে আমার মনে হয় ।"

কোরোনা সংক্রমণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইতিমধ্যেই একাধিক সতর্কতা জারি করা হয়েছে । পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তরও । স্বাস্থ্যমন্ত্রকের তরফেও কোরোনা সংক্রমণ রোখার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে । ডিসপোসাল মাস্ক একদিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে । পাশাপাশি ব্যবহার করতে বলা হচ্ছে N-95 নামে একধরনের বিশেষ মাস্ক যা কোরোনা সংক্রমণ করতে কিছুটা সক্ষম । আর N-95 মাস্কের অপ্রতুলতার সময় গতকাল সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, "কোরোনা ভাইরাসকে যেকোনও সাধারণ কাপড়ই আটকে দিতে পারবে । তাই বাড়িতে তৈরি পরিষ্কার কাপড় ও সুতোয় তৈরি মাস্ক যথেষ্ট কার্যকরী । আমিও তাই ব্যবহার করছি । আপনারাও তৈরি করে নিন ।"

কলকাতা, 13 মার্চ : চাহিদা মতো N-95 মাস্ক পাওয়া যাচ্ছে না ৷ এই অবস্থায় বাড়ির পরিষ্কার কাপড় কেটে মাস্ক বানানোর পরামর্শ দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাতে কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচা যাবে বলে মনে করছেন তিনি ।

ইতিমধ্যে ভারতে কোরোনা আক্রান্তে এক ব্যক্তির গতকাল মৃত্যু হয়েছে । সংক্রমণের সংখ্যা 70 পার করেছে । খুব স্বাভাবিকভাবে প্রতিটি রাজ্যেই এক আতঙ্কের সৃষ্টি হয়েছে । সতর্কতার দরুণ মানুষ মাস্ক, স্যানিটাইজ়ার কিনে রাখতে চাইছেন । এই সময়ই কলকাতা সহ রাজ্যের অন্যান্য স্থানেও মিলছে না মাস্ক । আবার শুরু হয়েছে কালোবাজারিও । তা রুখতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে কলকাতা পুলিশের বিশেষ দল । গতকাল সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই ওঠে । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মাস্ক পাওয়া যাচ্ছে না । এই মুহূর্তে কী করা উচিত ?

চিন থেকেই মাস্কগুলি আমদানি হত । কিন্তু সেখানে সংক্রমণ বড় আকার নিয়েছে । ভারত থেকে মাস্কের যে অর্ডার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মাস্কগুলি সবক্ষেত্রে দেশে রপ্তানি করতে পারছে না কোনও কম্পানি । তাই বাড়িতেই মাস্ক তৈরি করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন দিলীপ ঘোষ । তিনি বলেন, "অনেকে বলছে মাস্ক পরব কীভাবে ? আমার মনে হয় বাড়িতে পরিষ্কার কাপড় সুতো দিয়ে বেঁধে মাস্ক তৈরি করে নিন । তাতেই কাজ হবে বলে আমার মনে হয় ।"

কোরোনা সংক্রমণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ইতিমধ্যেই একাধিক সতর্কতা জারি করা হয়েছে । পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তরও । স্বাস্থ্যমন্ত্রকের তরফেও কোরোনা সংক্রমণ রোখার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে । ডিসপোসাল মাস্ক একদিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে । পাশাপাশি ব্যবহার করতে বলা হচ্ছে N-95 নামে একধরনের বিশেষ মাস্ক যা কোরোনা সংক্রমণ করতে কিছুটা সক্ষম । আর N-95 মাস্কের অপ্রতুলতার সময় গতকাল সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, "কোরোনা ভাইরাসকে যেকোনও সাধারণ কাপড়ই আটকে দিতে পারবে । তাই বাড়িতে তৈরি পরিষ্কার কাপড় ও সুতোয় তৈরি মাস্ক যথেষ্ট কার্যকরী । আমিও তাই ব্যবহার করছি । আপনারাও তৈরি করে নিন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.