ETV Bharat / state

WB Assembly Winter Session: 18 নভেম্বর শুরু রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন - Sovandeb Chattopadhyay

শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ 16 নভেম্বর বিএ কমিটির বৈঠকের পর 18 নভেম্বর থেকে অধিবেশন বসবে বিধানসভায় (Assembly Winter Session Start from November 18) ৷

West Bengal Assembly Winter Session Start from November 18
West Bengal Assembly Winter Session Start from November 18
author img

By

Published : Nov 8, 2022, 12:20 PM IST

Updated : Nov 8, 2022, 12:54 PM IST

কলকাতা, 8 নভেম্বর: 18 নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন (Assembly Winter Session Start from November 18) ৷ চলবে 30 নভেম্বর পর্যন্ত, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ শীতকালীন অধিবেশনে আলোচনার রূপরেখা ও এজেন্ডা ঠিক করতে আগামী সপ্তাহে সর্বদলীয় বৈঠক ডেকেছেন অধ্যক্ষ ৷ পাশাপাশি, বিজনেস অ্যাডভাইসরি কমিটি বা বিএ কমিটির বৈঠকও ডেকেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷

বিধানসভার শীতকালীন অধিবেশন নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও বিল বা প্রস্তাব পেশ করা হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে শোভনদেব বলেন, ‘‘16 নভেম্বর বিএ কমিটির বৈঠকের পরেই আমরা বলতে পারব যে, কোন বিল বা বিষয় নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে আলোচনা করে হবে ৷’’ পাশাপাশি, বিরোধী দলগুলির কাছে তিনি আবেদন করেছেন, যাতে সুষ্ঠুভাবে বিধানসভার অধিবেশন সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে ৷

অন্যদিকে, বিজেপি জানিয়েছে বিধানসভার অধিবেশনে বিরোধীরা যাতে নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরার সুযোগ পান, তা ট্রেজারি বেঞ্চকে নিশ্চিত করতে হবে ৷ এ নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘‘বিরোধীদের প্রতি শাসকদলের কোনও সম্মান নেই ৷ তারা বিধানসভাকে নিজেদের মতো করে চালাতে চান ৷ রাজ্যের জলন্ত সমস্যাগুলি নিয়ে একাধিকবার আলোচনা চাইলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি ৷ অধিকাংশ ক্ষেত্রে আমাদের দাবিকে এড়িয়ে যাওয়া হয় ৷’’

আরও পড়ুন: 'ওঁর সম্পর্কে মন্তব্য করব না', অভিষেকের জন্মদিন পালন নিয়ে মত শুভেন্দুর

প্রসঙ্গত, এ বছর পশ্চিমবঙ্গে বিধানসভার আগের অধিবেশনগুলিতে একাধিক সময় উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ উল্লেখ্য, মার্চ মাসে বাজেট অধিবেশন চলাকালীন শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির বিধায়করা ওয়েলে নেমে রীতিমতো হাতাহাতি করতে শুরু করেছিলেন ৷ বগটুই গণহত্যা নিয়ে বিধানসভা উত্তাল হয়ে ওঠে ৷ অধিবেশন কক্ষের মধ্যে তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অপরের উপর হামলা চালায় ৷ ঘটনায় বেশ কয়েকজন বিধায়ক আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি হয়েছিলেন ৷ ফলে শীতকালীন অধিবেশনে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং কয়লা ও গরুপাচার নিয়ে ফের একবার রাজ্য বিধানসভা উত্তাল হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিকমহল ৷

কলকাতা, 8 নভেম্বর: 18 নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন (Assembly Winter Session Start from November 18) ৷ চলবে 30 নভেম্বর পর্যন্ত, এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ শীতকালীন অধিবেশনে আলোচনার রূপরেখা ও এজেন্ডা ঠিক করতে আগামী সপ্তাহে সর্বদলীয় বৈঠক ডেকেছেন অধ্যক্ষ ৷ পাশাপাশি, বিজনেস অ্যাডভাইসরি কমিটি বা বিএ কমিটির বৈঠকও ডেকেছেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷

বিধানসভার শীতকালীন অধিবেশন নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Sovandeb Chattopadhyay) জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও বিল বা প্রস্তাব পেশ করা হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে শোভনদেব বলেন, ‘‘16 নভেম্বর বিএ কমিটির বৈঠকের পরেই আমরা বলতে পারব যে, কোন বিল বা বিষয় নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে আলোচনা করে হবে ৷’’ পাশাপাশি, বিরোধী দলগুলির কাছে তিনি আবেদন করেছেন, যাতে সুষ্ঠুভাবে বিধানসভার অধিবেশন সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে ৷

অন্যদিকে, বিজেপি জানিয়েছে বিধানসভার অধিবেশনে বিরোধীরা যাতে নিজেদের অবস্থান ও মতামত তুলে ধরার সুযোগ পান, তা ট্রেজারি বেঞ্চকে নিশ্চিত করতে হবে ৷ এ নিয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘‘বিরোধীদের প্রতি শাসকদলের কোনও সম্মান নেই ৷ তারা বিধানসভাকে নিজেদের মতো করে চালাতে চান ৷ রাজ্যের জলন্ত সমস্যাগুলি নিয়ে একাধিকবার আলোচনা চাইলেও কোনও গুরুত্ব দেওয়া হয়নি ৷ অধিকাংশ ক্ষেত্রে আমাদের দাবিকে এড়িয়ে যাওয়া হয় ৷’’

আরও পড়ুন: 'ওঁর সম্পর্কে মন্তব্য করব না', অভিষেকের জন্মদিন পালন নিয়ে মত শুভেন্দুর

প্রসঙ্গত, এ বছর পশ্চিমবঙ্গে বিধানসভার আগের অধিবেশনগুলিতে একাধিক সময় উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ উল্লেখ্য, মার্চ মাসে বাজেট অধিবেশন চলাকালীন শাসক তৃণমূল ও বিরোধী বিজেপির বিধায়করা ওয়েলে নেমে রীতিমতো হাতাহাতি করতে শুরু করেছিলেন ৷ বগটুই গণহত্যা নিয়ে বিধানসভা উত্তাল হয়ে ওঠে ৷ অধিবেশন কক্ষের মধ্যে তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অপরের উপর হামলা চালায় ৷ ঘটনায় বেশ কয়েকজন বিধায়ক আহত অবস্থায় হাসপাতালেও ভর্তি হয়েছিলেন ৷ ফলে শীতকালীন অধিবেশনে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এবং কয়লা ও গরুপাচার নিয়ে ফের একবার রাজ্য বিধানসভা উত্তাল হওয়ার আশঙ্কা করছে রাজনৈতিকমহল ৷

Last Updated : Nov 8, 2022, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.