কলকাতা, 30 নভেম্বর: বুধবারের মতোই ফের একই ঘটনার পুনরাবৃত্তি বিধানসভায়। 'চোর চোর' স্লোগানে পরস্পরের বিরুদ্ধে তোপ শাসক-বিরোধীর। বৃহস্পতিবারও বিধানসভা চত্ত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা দিচ্ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা । সেই সময় কিছুটা দূর থেকে তৃণমূলের বিরুদ্ধে ‘চোর, চোর’ স্লোগান তুলল বিজেপি ৷ পালটা বিজেপির বিরুদ্ধে ‘চোর', 'চোর’ স্লোগান তোলে তৃণমূলও ৷ ফলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ বিধানসভা চত্ত্বরে বাঁশি, থালা বাজিয়ে প্রতিবাদ দেখায় বিজেপি ৷ পালটা কাঁসর থালা বাজাতে দেখা যায় তৃণমূল নেতৃত্বকেও ৷
বুধবারও সেই ঘটনাই দেখা গিয়েছিল বিধানসভায় ৷ ওইদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ্য করেই 'চোর', 'চোর' স্লোগান দিতে দেখা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ এমনই অবস্থা হয় যে বিধানসভার ভিতরে পুলিশ পৌঁছে যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পরিস্থিতির দায় বিজেপির ঘাড়ে চাপিয়েছিলেন ৷ বিধানসভার অধ্যক্ষকে এই নিয়ে পদক্ষেপ করার অনুরোধও করেছেন ৷ ওইদিন বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনা দেয় তৃণমূল ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে অন্যতম প্রধান স্লোগান ছিল, ‘অমিত চোর, মোদি চোর, বিজেপির সবাই চোর’ । এর মাঝেই বিধানসভায় ঢোকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা । বিধানসভায় ঢুকে পাল্টা ‘চোর', 'চোর’ স্লোগান দিতে থাকেন শুভেন্দু অধিকারী । মুখ্যমন্ত্রীর নাম করেই বার বার ‘মমতা চোর', 'মমতা চোর’ স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা ।
এদিনও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আম্বেদকর মূর্তীর পাদদেশে ধরণায় বসে তৃণমূল ৷ অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরনোর সময়, তৃণমূলের ধরণা থেকে 'অমিত চোর, মোদি চোর' স্লোগান দেওয়া হয় ৷ এরপরই বিধানসবার সিড়িতে বসে পড়েন বিরোধী দলনেতা-সহ বিজোপি বিধায়করা ৷ পালটা এরপর বিজেপির তরফ থেকেও 'পিসি চোর, ভাইপো চোর' স্লোগান তোলার অভিযোগ ওঠে ৷ দু'পক্ষের স্লোগানে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ৷ এরপরই ঘটনাস্থলে আসেন হেয়ার স্ট্রিট থানার পুলিশ এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা ৷
আরও পড়ুন
ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে নোটের বান্ডিল, এল টাকা গোনার মেশিন; চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ
রাজারহাট থেকে দেবরাজকে নিয়ে অন্যত্র তল্লাশিতে গেল সিবিআই
অধ্যক্ষের আশ্বাস মতোই গ্রামীণ পানীয় জল নিয়ে অভিযোগ জানাতে বিধানসভার লবিতে বসল ড্রপবক্স