কলকাতা, 21 ফেব্রুয়ারি : প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা করাতে বহুসংখ্যক রোগী ও তার পরিবার-পরিজন এসএসকেএম হাসপাতালে আসেন । তাঁদের মধ্যে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তও রয়েছে । ওই সমস্ত রোগী ও তাঁর পরিবারের মানুষের সুবিধার জন্য এসএসকেএম হাসপাতালে চালু হল মায়ের রান্নাঘরের খাদ্য পরিবেশন কেন্দ্র । মাত্র 5 টাকায় মিলবে ডিম, ভাত, সবজি ও ডাল । কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে গতকাল থেকে চালু হল ।
এনিয়ে কলকাতা পৌরনিগমের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতালে মায়ের রান্নাঘর প্রকল্পের খাদ্য পরিবেশন কেন্দ্রের প্রথম দিনে প্রায় 300 জনের আহারের ব্যবস্থা করা হয়েছিল । 5 টাকার বিনিময়ে ভাত, ডাল ও ডিম দেওয়া হয়েছিল । আগামীদিনে এই প্রকল্পটি আরও বড় করা হবে । এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ খাবার রান্না করার ও খাবার দেওয়ার জায়গায় দিচ্ছে, তাই এই হাসপাতালে মায়ের রান্নাঘর প্রকল্পের স্টল চালু করা হচ্ছে । আগামী দিনে যে সকল হাসপাতাল জায়গা দেবে সেখানে এই প্রকল্পের স্টল চালু করা হবে । এছাড়া কলকাতার সমস্ত সরকারি হাসপাতালে স্টল চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে পৌরনিগম কর্তৃপক্ষ ।
আরও পড়ুন : পেটপুজোতে কি ভরবে ভোটবাক্স !
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "হাসপাতাল ছাড়াও গড়িয়াহাট ধর্মতলার মতো জনবহুল এলাকায় খাদ্য পরিবেশন কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে । মানুষের ভাল সাড়া পেলে কলকাতা শহরের জনবহুল এলাকাগুলোতে, হাওড়া ও শিয়ালদা স্টেশনের বাইরে রাজ্য সরকারের জায়গায় চালু করা হবে । আপাতত কলকাতার 16 টা বোরোয় চালু হয়েছে । গতকাল এসএসকেএম হাসপাতালে মায়ের রান্নাঘরে 300 জনের খাবার প্রস্তুত করা হয়েছিল । "ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ" নীতিতে খাবার দেওয়া হচ্ছে । এক একটা থালি 15 টাকা হলে, রাজ্য সরকার 10 টাকা ভর্তুকি দিচ্ছে । সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্প চালু করা হয়েছে ।"
তিনি আরও জানান, "রাজ্য খাদ্য দপ্তর নেটওয়ার্ক থেকেই চাল, ডাল পৌঁছে দেওয়া হচ্ছে মায়ের রান্নাঘরের স্টলগুলিতে । শহরে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আসেন রোজগারের তাগিদে । দিনমজুর-মুটে-কলকারখানার শ্রমিকরা কাজে আসেন । তাদের জন্য আগামী দিনে আরও বেশি সংখ্যায় এই স্টল দেওয়া হবে ।"