কলকাতা, 5 ফেব্রুয়ারি : কলকাতা পুলিশের নতুন নগরপাল হলেন আইপিএস সৌমেন মিত্র । কলকাতা পুলিশের বর্তমান কমিশনারের 3 বছরের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়াতেই এই পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । কিন্তু কে এই আইপিএস সৌমেন মিত্র ?
1961 সালে জন্ম । জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে তিনি পড়াশোনা শুরু করেন । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৎকালীন প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি ইতিহাসে স্নাতক হন । এরপর জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে বি.এ, এম.এ এবং এমফিল সম্পন্ন করেন । ইতিহাসের গ্রাজুয়েশনের পরই তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেন । এরপর 1988 সাল থেকে প্রথম পশ্চিমবঙ্গ ক্যাডারে নিযুক্ত হন এই দাপুটে সৎ নির্ভীক আইপিএস সৌমেন মিত্র । তাঁর চাকরিজীবন শুরু দার্জিলিং জেলা প্রশাসক হিসাবে । এরপর দার্জিলিঙে অ্যাসিস্ট্যান্ট কমিশনার , ব্যারাকপুরে সাব ডিভিশনাল অফিসার হিসাবে কাজ করেন । এরপর একে একে মুর্শিদাবাদের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ,আসানসোলের অতিরিক্ত পুলিশ সুপার, কলকাতায় গোয়েন্দাবিভাগে কাজ করেন । এরপর তিনি মুর্শিদাবাদ জেলার প্রথম পুলিশ সুপার হন । হাওড়া জেলা পুলিশ, মুর্শিদাবাদ জেলা এবং কলকাতা পুলিশ, সিআইডি-তে দীর্ঘকাল ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।
এককালে তিনি ছিলেন কলকাতা পুলিশের নগরপাল (বিশেষ )। কিন্তু, রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আইপিএস সৌমেন মিত্রের মতপার্থক্য পরিলক্ষিত হয়েছিল । পরে তাঁকে কম গুরুত্বপূর্ণ জায়গায় পাঠিয়ে দেয় রাজ্য সরকার । 2016 সালের নির্বাচনের সময় নির্বাচন কমিশনের তরফে সৌমেন মিত্রকে আনা হয়েছিল। তবে ক্ষমতায় এসে বারবার এই দাপুটে আইপিএস অফিসারকে সরিয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে দেয় রাজ্য সরকার । তবে এবার সেই সৌমেন মিত্রকে নগরপালের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসছে রাজ্য সরকার । কিন্তু কেন ?
আরও পড়ুন, কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র
রাজ্যসরকারকে বারবার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে । রাজ্যে আইন-শৃঙ্খলা নেই । বারবার বিরোধীদের তরফে এই অভিযোগ তোলা হয়েছে । তাই একাংশের দাবি, আইন-শৃঙ্খলার দিকটি আইপিএসদের মধ্যে সবথেকে ভালো সামলাতে পারেন সৌমেন মিত্র । তাই তাঁকে নগরপালের পদে নিয়ে আসা হচ্ছে । আবার অন্য এক মহলের দাবি, নির্বাচন কমিশন নির্বাচনের আগে সৌমেন মিত্র-কেই নিয়ে আসতেন । তাই তার আগে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সৌমেন মিত্র-কে নতুন নগরপাল হিসাবে নিযুক্ত করলেন ।