ETV Bharat / state

এক ফ্রেমে নচিকেতা-দিলীপ, নিমেষে ভাইরাল ছবি - Nachiketa Chakraborty

সম্প্রতি একটি ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দিলীপ ঘোষের সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে । যার পর শুরু হয়েছে জল্পনা ।

Dilip Ghosh meeting Nachiketa Chakraborty
ছবি সৌজন্যে : ফেসবুক
author img

By

Published : Mar 2, 2021, 7:09 AM IST

কলকাতা, 2 মার্চ : কিছুদিন আগেই ইটিভি ভারতের মুখোমুখি হয়ে নচিকেতা চক্রবর্তী বলেছিলেন, "পরিবর্তন চেয়েছিলাম, এখনও পরিবর্তনই চাই ।" তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল । তবে কি তিনি এবার বিজেপির হয়ে কলম ধরতে চাইছেন ? এবার সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গেল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে ঘিরে । যেখানে দেখা গেল, একই ফ্রেমবন্দী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ।

ভোটে-গরম বাংলায় ছবিটি নিমেষে ভাইরাল হয়েছে । রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই এই ছবি থেকে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন । রাজ্য রাজনীতিতে এখন নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে । একের পর এক শিল্পী-অভিনেতা রাজনীতিতে যোগ দিচ্ছেন । অভিনেতা থেকে রাজ-নেতা হয়ে উঠছেন তাঁরা ! এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের সঙ্গে নচিকেতা চক্রবর্তীর এই ছবি নতুন করে জল্পনা উস্কে দিল ।

আরও পড়ুন : "পরিবর্তন চেয়েছিলাম, এখনও চাই"

একসময় 34 বছরের বাম শাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নচিকেতা চক্রবর্তী । পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । পরিবর্তন চেয়েছিলেন । কিন্তু ইটিভি ভারতের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "পরিবর্তন চেয়েছিলাম, এখনও পরিবর্তনই চাই । যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি । কিন্তু পরিবর্তন অবশ্যই ধর্মীয় রাজনীতির দিকে চলে যাক, এটা কখনওই চাই না । " বোঝাই যাচ্ছে, রাজ্যের বর্তমান শাসকদলের উপর তিনি মোটেই সন্তুষ্ট নন ।

তাঁকে বলতে শোনা গিয়েছিল, "আমি প্রাইভেট মার্কসিস্ট । 2011-তে পরিবর্তন চেয়েছিলাম । কিন্তু যে জন্য পরিবর্তন চেয়েছিলাম সেই স্বপ্ন পূরণ হয়নি । তাই আজও পরিবর্তন চাই ।" তবে ধর্মের সুড়সুড়ি দেওয়া রাজনীতি যে তাঁর খুব একটা পছন্দের নয়, সেটাও তিনি এর আগে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন ।

কলকাতা, 2 মার্চ : কিছুদিন আগেই ইটিভি ভারতের মুখোমুখি হয়ে নচিকেতা চক্রবর্তী বলেছিলেন, "পরিবর্তন চেয়েছিলাম, এখনও পরিবর্তনই চাই ।" তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল । তবে কি তিনি এবার বিজেপির হয়ে কলম ধরতে চাইছেন ? এবার সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গেল সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিকে ঘিরে । যেখানে দেখা গেল, একই ফ্রেমবন্দী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ।

ভোটে-গরম বাংলায় ছবিটি নিমেষে ভাইরাল হয়েছে । রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই এই ছবি থেকে নতুন সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন । রাজ্য রাজনীতিতে এখন নতুন এক ট্রেন্ড শুরু হয়েছে । একের পর এক শিল্পী-অভিনেতা রাজনীতিতে যোগ দিচ্ছেন । অভিনেতা থেকে রাজ-নেতা হয়ে উঠছেন তাঁরা ! এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের সঙ্গে নচিকেতা চক্রবর্তীর এই ছবি নতুন করে জল্পনা উস্কে দিল ।

আরও পড়ুন : "পরিবর্তন চেয়েছিলাম, এখনও চাই"

একসময় 34 বছরের বাম শাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নচিকেতা চক্রবর্তী । পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের । পরিবর্তন চেয়েছিলেন । কিন্তু ইটিভি ভারতের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "পরিবর্তন চেয়েছিলাম, এখনও পরিবর্তনই চাই । যে স্বপ্ন দেখেছিলাম তা এখনও পূরণ হয়নি । কিন্তু পরিবর্তন অবশ্যই ধর্মীয় রাজনীতির দিকে চলে যাক, এটা কখনওই চাই না । " বোঝাই যাচ্ছে, রাজ্যের বর্তমান শাসকদলের উপর তিনি মোটেই সন্তুষ্ট নন ।

তাঁকে বলতে শোনা গিয়েছিল, "আমি প্রাইভেট মার্কসিস্ট । 2011-তে পরিবর্তন চেয়েছিলাম । কিন্তু যে জন্য পরিবর্তন চেয়েছিলাম সেই স্বপ্ন পূরণ হয়নি । তাই আজও পরিবর্তন চাই ।" তবে ধর্মের সুড়সুড়ি দেওয়া রাজনীতি যে তাঁর খুব একটা পছন্দের নয়, সেটাও তিনি এর আগে একাধিকবার বুঝিয়ে দিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.