ETV Bharat / state

রাজ্যের পুলিশ "ট্রিগার হ্যাপি", এ কী বললেন মন্ত্রী !

নন্দীগ্রাম, নানুর, ছোটো আঙারিয়া বা নিতাইয়ের স্মৃতি উসকে দিলেন মন্ত্রী ।

তাপস রায়
তাপস রায়
author img

By

Published : Feb 15, 2021, 8:17 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি : রাজ্যের পুলিশ "ট্রিগার হ্যাপি" । একথা বলছেন আর কেউ নয়, স্বয়ং রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র নেতা তাপস রায় । সোমবার ডিওয়াইএফআইয়ের নেতা মইদুল মিদ্যার মৃত্যুতে রাজ্য রাজনীতি উত্তাল । এই অবস্থায় বিরোধীরা রাজ্যের শাসক দল এবং পুলিশকে কাঠ গড়ায় তুলছেন । ঠিক তখনই রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে যা বললেন, তা নিশ্চিতভাবে রাজ্যের পুলিশের বিরোধিতা বললে ভুল হবে না ।

এদিন তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায় বলেন, 10 বছরে "ট্রিগার হ্যাপি" পুলিশকে নিয়ন্ত্রণে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর শাসনে একুশে জুলাইয়ের মতো ঘটনা ঘটেনি । এই সময় বাংলার বুকে বিমান বা হায়দার হয়নি, বর্ণালী দে, মানস বন্দ্যোপাধ্যায়ের মতো ঘটনা ঘটেনি । নন্দীগ্রাম, নানুর, ছোটো আঙারিয়া বা নিতাই হয়নি। "ট্রিগার হ্যাপি" পুলিশ মানস বন্দ্যোপাধ্যায়কে গুলি করার পর বলেছিল "ফায়ারিং ফর কিলিং" । মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তা করতে দেননি ।

আরও পড়ুন : ‘বাংলার মানুষ রাজনৈতিক ভাবে বিজেপিকে যমের দুয়ারে পাঠিয়ে দেবে’

পরিষদীয় প্রতিমন্ত্রী বলেন, "যে কোনো মৃত্যুই দুঃখজনক । আমরা কোনও মৃত্যুকেই সমর্থন করি না । কেন এই ঘটনা ঘটল নিশ্চিত ভাবে খতিয়ে দেখা উচিত । আমি আশা করছি পুলিশ এবং প্রশাসন মৃত্যুর কারণ খতিয়ে দেখছে । আমি বলতে চাই এই ঘটনা দুঃখের । তবে গত 10 বছরে পুলিশকে ট্রিগার হ্যাপি হতে দেয়নি এই সরকার ।"

এ দিন মন্ত্রীর এই বক্তব্যে ওয়াকিবহাল মহলের একাংশ প্রশ্ন তুলছে, পুলিশকে ট্রিগার হ্যাপি বলে আদতে সরকার কি তার দায় এড়াতে চাইছে ?

কলকাতা, 15 ফেব্রুয়ারি : রাজ্যের পুলিশ "ট্রিগার হ্যাপি" । একথা বলছেন আর কেউ নয়, স্বয়ং রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ছাত্র নেতা তাপস রায় । সোমবার ডিওয়াইএফআইয়ের নেতা মইদুল মিদ্যার মৃত্যুতে রাজ্য রাজনীতি উত্তাল । এই অবস্থায় বিরোধীরা রাজ্যের শাসক দল এবং পুলিশকে কাঠ গড়ায় তুলছেন । ঠিক তখনই রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে গিয়ে যা বললেন, তা নিশ্চিতভাবে রাজ্যের পুলিশের বিরোধিতা বললে ভুল হবে না ।

এদিন তৃণমূলের অন্যতম মুখপাত্র তাপস রায় বলেন, 10 বছরে "ট্রিগার হ্যাপি" পুলিশকে নিয়ন্ত্রণে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর শাসনে একুশে জুলাইয়ের মতো ঘটনা ঘটেনি । এই সময় বাংলার বুকে বিমান বা হায়দার হয়নি, বর্ণালী দে, মানস বন্দ্যোপাধ্যায়ের মতো ঘটনা ঘটেনি । নন্দীগ্রাম, নানুর, ছোটো আঙারিয়া বা নিতাই হয়নি। "ট্রিগার হ্যাপি" পুলিশ মানস বন্দ্যোপাধ্যায়কে গুলি করার পর বলেছিল "ফায়ারিং ফর কিলিং" । মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে তা করতে দেননি ।

আরও পড়ুন : ‘বাংলার মানুষ রাজনৈতিক ভাবে বিজেপিকে যমের দুয়ারে পাঠিয়ে দেবে’

পরিষদীয় প্রতিমন্ত্রী বলেন, "যে কোনো মৃত্যুই দুঃখজনক । আমরা কোনও মৃত্যুকেই সমর্থন করি না । কেন এই ঘটনা ঘটল নিশ্চিত ভাবে খতিয়ে দেখা উচিত । আমি আশা করছি পুলিশ এবং প্রশাসন মৃত্যুর কারণ খতিয়ে দেখছে । আমি বলতে চাই এই ঘটনা দুঃখের । তবে গত 10 বছরে পুলিশকে ট্রিগার হ্যাপি হতে দেয়নি এই সরকার ।"

এ দিন মন্ত্রীর এই বক্তব্যে ওয়াকিবহাল মহলের একাংশ প্রশ্ন তুলছে, পুলিশকে ট্রিগার হ্যাপি বলে আদতে সরকার কি তার দায় এড়াতে চাইছে ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.