ETV Bharat / state

ভোট প্রচারকে করোনা রোখার হাতিয়ার করতে চায় কলকাতা পৌরনিগম - বিধানসভা ভোট 2021

রাজ্য সরকারের গাইডলাইন মেনে রাজনৈতিক দলগুলি যেন প্রচার ও সমাবেশগুলি করে তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে কলকাতা পৌরনিগমের তরফে । প্রার্থীরা ভোট প্রচারে গিয়ে যেন করোনার বিধি পালনের কথা জনগণের মধ্যে ছড়িয়ে দেন ৷ তাও বলা হয়েছে ।

করোনা রোখার হাতিয়ার করতে চায় কলকাতা পৌরনিগম
করোনা রোখার হাতিয়ার করতে চায় কলকাতা পৌরনিগম
author img

By

Published : Mar 19, 2021, 8:20 AM IST

কলকাতা, 19 মার্চ : করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে এবার ভোটের প্রচারকে হাতিয়ার করতে চাইছে কলকাতা পৌরনিগম । ভোট প্রচারে গিয়েও প্রার্থীরা করোনা বিধি পালন করার আবেদন জানাবে সাধারণ মানুষের কাছে ।

নতুন করে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । এই অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধ করতে জনগণের মধ্যে সচেতনতা গড়তে চাইছে কলকাতা পৌরনিগম । প্রার্থীরা যখন বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করবেন, তখন মানুষের কাছে তাঁরা করোনা বিধি পালনের জন্য আবেদন জানাবেন ৷ এবং একইসঙ্গে নিজেরাও সচেতন থাকবেন । রাজ্য সরকারের গাইডলাইন মেনে প্রচার ও সমাবেশগুলি করা যায় তার চেষ্টাই সুনিশ্চিত করার কথা বলা হয়েছে কলকাতা পৌর নিগমের তরফে । কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, করোনা চলে যায়নি । বরং দ্বিতীয়বার নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । তাই প্রার্থীদের আরও বেশি সচেতন হতে হবে । ভোটে অনেকটা উৎসবের মেজাজে থাকে সাধারণ মানুষ । উৎসবের মতো বহু মানুষ একসঙ্গে জমায়েত হয় । ঠিক তেমনই ভোট ও অনেক মানুষ একসঙ্গে মিটিং-মিছিলে যায় ৷ জমায়েত করে । সে ক্ষেত্রে করোনার সংক্রমণের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । তাই প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবেদন, তারা যেন করোনা বিধি পালন করেন । যাঁরা প্রার্থী, তারাও যেমন নিজেরা করোনা বিধি মেনে চলবেন ,মানুষের বাড়ি বাড়ি গিয়েও সচেতন করবেন । পাশাপাশি, রাজনৈতিক দলগুলি যখন মিছিল ও সমাবেশ আয়োজন করবেন, তারাও যেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেগুলি করে, তার দিকেই বিশেষ লক্ষ্য রাখতে হবে ।

ভোটের সময়ে করোনা সংক্রমণ রুখতে কী ভাবছে কলকাতা পৌরনিগম

আরও পড়ুন : করোনা সংক্রমণ এড়াতে নিয়মবিধি মেনে দোল খেলার আবেদন ফিরহাদ হাকিমের

এদিন তিনি জানিয়েছেন, ইতিমধ্যে কলকাতায় বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । তিনি জানিয়েছেন, বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে । নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অ্যান্টিজেন পরীক্ষাও করা চলছে । মানুষ যাতে আরও বেশি করোনা পরীক্ষা করেন এবং আরও বেশি করে টিকা নেন, তার জন্য এলাকায় এলাকায় প্রচার অভিযান করবে কলকাতা পৌরনিগম ।

কলকাতা, 19 মার্চ : করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে এবার ভোটের প্রচারকে হাতিয়ার করতে চাইছে কলকাতা পৌরনিগম । ভোট প্রচারে গিয়েও প্রার্থীরা করোনা বিধি পালন করার আবেদন জানাবে সাধারণ মানুষের কাছে ।

নতুন করে আবার করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । এই অবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধ করতে জনগণের মধ্যে সচেতনতা গড়তে চাইছে কলকাতা পৌরনিগম । প্রার্থীরা যখন বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করবেন, তখন মানুষের কাছে তাঁরা করোনা বিধি পালনের জন্য আবেদন জানাবেন ৷ এবং একইসঙ্গে নিজেরাও সচেতন থাকবেন । রাজ্য সরকারের গাইডলাইন মেনে প্রচার ও সমাবেশগুলি করা যায় তার চেষ্টাই সুনিশ্চিত করার কথা বলা হয়েছে কলকাতা পৌর নিগমের তরফে । কলকাতা পৌর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, করোনা চলে যায়নি । বরং দ্বিতীয়বার নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে । তাই প্রার্থীদের আরও বেশি সচেতন হতে হবে । ভোটে অনেকটা উৎসবের মেজাজে থাকে সাধারণ মানুষ । উৎসবের মতো বহু মানুষ একসঙ্গে জমায়েত হয় । ঠিক তেমনই ভোট ও অনেক মানুষ একসঙ্গে মিটিং-মিছিলে যায় ৷ জমায়েত করে । সে ক্ষেত্রে করোনার সংক্রমণের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । তাই প্রতিটি রাজনৈতিক দলের কাছে আবেদন, তারা যেন করোনা বিধি পালন করেন । যাঁরা প্রার্থী, তারাও যেমন নিজেরা করোনা বিধি মেনে চলবেন ,মানুষের বাড়ি বাড়ি গিয়েও সচেতন করবেন । পাশাপাশি, রাজনৈতিক দলগুলি যখন মিছিল ও সমাবেশ আয়োজন করবেন, তারাও যেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সেগুলি করে, তার দিকেই বিশেষ লক্ষ্য রাখতে হবে ।

ভোটের সময়ে করোনা সংক্রমণ রুখতে কী ভাবছে কলকাতা পৌরনিগম

আরও পড়ুন : করোনা সংক্রমণ এড়াতে নিয়মবিধি মেনে দোল খেলার আবেদন ফিরহাদ হাকিমের

এদিন তিনি জানিয়েছেন, ইতিমধ্যে কলকাতায় বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । তিনি জানিয়েছেন, বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে । নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অ্যান্টিজেন পরীক্ষাও করা চলছে । মানুষ যাতে আরও বেশি করোনা পরীক্ষা করেন এবং আরও বেশি করে টিকা নেন, তার জন্য এলাকায় এলাকায় প্রচার অভিযান করবে কলকাতা পৌরনিগম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.