কলকাতা, 6 মার্চ : এবার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস । আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফা নির্বাচনের জন্য 13 টি কেন্দ্রের প্রার্থী তালিকা করে আজ ।
আজ বিকেলেই বিজেপি 57 জনের প্রার্থী তালিকা প্রকাশ করে । গতকালই 294 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস । গতকাল বামফ্রন্টও তালিকা প্রকাশ করে । আর এবার এআইসিসি-র তরফ থেকে কংগ্রেসের তালিকা প্রকাশ করা হল ।
যে 13 টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তা হল-
পাথর প্রতিমা থেকে প্রার্থী সুখদেব বেরা
কাকদ্বীপ থেকে পদপ্রার্থী ইন্দ্রনীল রাউথ
ময়না বিধাসভার কংগ্রেস পদপ্রার্থী মানিক ভৌমিক
ভগবানপুরে শিউ মাইতি
এগরায় কংগ্রেস পদপ্রার্থী মানস কুমার করমহাপাত্র
খড়গপুর সদরে কংগ্রেস পদপ্রার্থী সমীর রায়
সবং বিধানসভায় কংগ্রেস পদপ্রার্থী চিরঞ্জীব ভৌমিক
বলরামপুর বিধানসভায় কংগ্রেস পদপ্রার্থী উত্তম বন্দ্যোপাধ্যায়
বাঘমুন্ডি বিধানসভায় কংগ্রেস পদপ্রার্থী নেপাল মাহাত
পুরুলিয়া বিধানসভায় কংগ্রেস পদপ্রার্থী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া বিধানসভায় কংগ্রেস পদপ্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়
বিষ্ণুপুরে কংগ্রেস পদপ্রার্থী দেবু চট্টোপাধ্যায়
কতুলপুরের কংগ্রেস পদপ্রার্থী অক্ষয় সাঁতরা
উল্লেখ্য আসন্ন নির্বাচনে কংগ্রেস বাম এবং আইএসএফ মিলিত জোট শক্তি লড়বে পশ্চিমবঙ্গ বিধানভা নির্বাচনে ।