কলকাতা, 27 ফেব্রুয়ারি : কাল গভীর রাতে বেলেঘাটার বিজেপির পরিবর্তন যাত্রার ট্যাবলো ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বেলেঘাটায় কাদাপাড়া বিজেপির একটি গোডাউনে ৪০ টির বেশি ট্যাবলো ছিল । সেই ট্যাবলোগুলি ভাঙচুর করা হয় বলে অভিযোগ । গাড়ির ভিতর থেকে এলইডি আলো খুলে নেওয়া হয় বলে অভিযোগ বিজেপির ।
বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলার 294 টি বিধানসভা কেন্দ্রেই পরিবর্তন যাত্রা বের করার জন্য এই ট্যাবলোর সূচনা করে। সেই ট্যাবলোগুলিই রাখা ছিল বেলেঘাটা গোডাউনে । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেই ট্যাবলোগুলি গতরাতে ভাঙচুর করেছে ।
![West Bengal Assembly Election 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10795994_wb_bjp.jpeg)
আরও পড়ুন : মেচেদায় পদ্মফুল আঁকলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী মনসুখ মান্ডব্য
বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি শিবাজি সিংহরায় বলেন, "বিজেপির গোডাউনে হামলা করেছে তৃণমূলের গুণ্ডা বাহিনী । ভেঙে দেওয়া হয়েছে প্রচার অভিযানের একাধিক গাড়ি । এই বিষয়ে ইতিমধ্যেই ফুলবাগান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।"