ETV Bharat / state

মোদির ব্রিগেডের পরেই প্রার্থীতালিকা বিজেপির - Narendra Modi's brigade rally

রবিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি । মোদির ব্রিগেডের পরেই প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপি ।

West Bengal Assembly Election 2021
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 5, 2021, 5:17 PM IST

Updated : Mar 5, 2021, 8:30 PM IST

কলকাতা, 5 মার্চ : প্রার্থী তালিকা ঘোষণা করার দিন ফের পিছিয়ে নিল বিজেপি । রবিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি । মোদির ব্রিগেডের পরেই প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপি ।

আজ প্রথম দুই দফার প্রার্থীতালিকা ঘোষণা করার কথা ছিল গেরুয়া শিবিরের । কিন্তু প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ-কৈলাসরা । দলীয় সূত্রে জানানো হয়েছে, রবিবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদি । তারপরেই প্রকাশ করা হবে বিজেপির প্রার্থীতালিকা ।

রবিবারের ব্রিগেডে বেশ কয়েকজন তারকা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর । ব্রিগেডের মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তী । দলে যোগ দিতেন পারেন অভিনেত্রী ঋতুুপর্না সেনগুপ্তও । সম্ভবত, বিজেপির প্রার্থীতালিকাও জোড়াফুল শিবিরের মতো তারকাখচিত করতে চাইছেন দিলীপ-কৈলাসরা ।

আরও পড়ুন : প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম

রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ মনে করছেন, তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার জন্যই অপেক্ষা করছিল বিজেপি নেতৃত্ব । এবার তৃণমূলের প্রার্থীতালিকা অনুযায়ী নিজেদের ঘুঁটি সাজাতে অনেকটাই সুবিধা পাবে গেরুয়া শিবির । সম্ভবত সেই কারণেই নিজেদের প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল গেরুয়া শিবির ।

কলকাতা, 5 মার্চ : প্রার্থী তালিকা ঘোষণা করার দিন ফের পিছিয়ে নিল বিজেপি । রবিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি । মোদির ব্রিগেডের পরেই প্রার্থীতালিকা ঘোষণা করবে বিজেপি ।

আজ প্রথম দুই দফার প্রার্থীতালিকা ঘোষণা করার কথা ছিল গেরুয়া শিবিরের । কিন্তু প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ-কৈলাসরা । দলীয় সূত্রে জানানো হয়েছে, রবিবার ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদি । তারপরেই প্রকাশ করা হবে বিজেপির প্রার্থীতালিকা ।

রবিবারের ব্রিগেডে বেশ কয়েকজন তারকা গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর । ব্রিগেডের মঞ্চে থাকবেন মিঠুন চক্রবর্তী । দলে যোগ দিতেন পারেন অভিনেত্রী ঋতুুপর্না সেনগুপ্তও । সম্ভবত, বিজেপির প্রার্থীতালিকাও জোড়াফুল শিবিরের মতো তারকাখচিত করতে চাইছেন দিলীপ-কৈলাসরা ।

আরও পড়ুন : প্রার্থী হতে না পেরে কেঁদে ফেললেন আরাবুল ইসলাম

রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ মনে করছেন, তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশ হওয়ার জন্যই অপেক্ষা করছিল বিজেপি নেতৃত্ব । এবার তৃণমূলের প্রার্থীতালিকা অনুযায়ী নিজেদের ঘুঁটি সাজাতে অনেকটাই সুবিধা পাবে গেরুয়া শিবির । সম্ভবত সেই কারণেই নিজেদের প্রার্থীতালিকা প্রকাশের দিন পিছিয়ে দিল গেরুয়া শিবির ।

Last Updated : Mar 5, 2021, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.