কলকাতা, 14 ফেব্রুয়ারি : আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । আজ দুপুরে ধর্মতলার রানি রাসমণি রোডে আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী । সেখানেই ক্ষোভের মুখে পড়লেন তিনি । পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় তড়িঘড়ি ঘটনাস্থান থেকে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী ।
এর আগে বামফ্রন্ট সরকারের শেষ দিকে এই পার্শ্বশিক্ষকদের মঞ্চে এসে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ক্ষমতায় আসার পর পার্শ্বশিক্ষকদের বিষয়ে উদাসীন রয়েছে বর্তমান রাজ্য সরকার, অভিযোগ আন্দোলনকারীদের ।
আজ ধর্মতলার রানি রাসমণি রোডে অবস্থান-বিক্ষোভ করছিলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের অন্তর্গত তেরোটি সংগঠনসহ আরও বেশকিছু শিক্ষক সংগঠন । মাদ্রাসার শিক্ষকরা বেতন বৃদ্ধির দাবিতে শিক্ষামন্ত্রীকে সামনে পেয়েই ঘিরে ধরেন । শিক্ষামন্ত্রী এরপর বেতন বৃদ্ধির বিষয়ে বিবেচনা করার আশ্বাস দিলেও শান্ত হননি শিক্ষকরা । পরিস্থিতি উত্তপ্ত দেখে মঞ্চ থেকে নেমে পড়েন শিক্ষামন্ত্রী । পুলিশি পাহারায় তাঁকে গাড়িতে তুলে দেওয়া হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছিল ।
আরও পড়ুন : অনশনের 23তম দিন, শনি-রবিতে অসুস্থ পাঁচ শিক্ষক
অতীতেও একাধিকবার পার্শ্বশিক্ষকরা বিকাশ ভবন, শিক্ষা ভবন এবং মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছিলেন । মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছিলেন বেতন বৃদ্ধির বিষয়ে ভাবনা চিন্তা করা হবে । কিন্তু, তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ পার্শ্বশিক্ষকরা ।