ETV Bharat / state

বনধে শামিল বাম অনুমোদিত ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলিও - aituc support 12 hours bengal strike

বাংলা বনধে চলছে না প্রায় 40,000 ট্যাক্সি ও অ্যাপ ক্যাব । গতকাল বাম ছাত্রদের নবান্ন অভিযানে পুলিশের ভূমিকাকে অগণতান্ত্রিক ও অমানবিক বলে অভিযোগ বামেদের । তারই প্রতিবাদে 12 ঘণ্টার বাংলা বন্ধে শামিল বাম অনুমোদিত ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলি ।

taxi and app cab organizations of aituc support 12 hours bengal strike
বনধে সামিল বাম অনুমোদিত ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলিও
author img

By

Published : Feb 12, 2021, 9:19 AM IST

কলকাতা, 12 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা । ছাত্র-যুবদের মিছিল ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও তারপর লাঠিচার্জ করে পুলিশ । এর ফলে অসুস্থ হয়ে পড়ে অনেকেই । জখমও হয় একাংশ বিক্ষোভকারী ।

বামেদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তা অগণতান্ত্রিক ও অমানবিক । তাই তার প্রতিবাদে আজ 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে তারা । বনধে যোগ দিচ্ছে বাম অনুমোদিত ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ।

আরও পড়ুন : বামেদের ডাকা বনধের মিশ্র প্রভাব রাজ্যজুড়ে

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজ্যে চলবে না প্রায় 40,000 ট্যাক্সি ও অ্যাপ ক্যাব । এমনটাই জানিয়েছেন এআইটিইউসি অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির কনভেনর নাবাল কিশোর শ্রীবাস্তব ।

কলকাতা, 12 ফেব্রুয়ারি : বৃহস্পতিবার বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শহর কলকাতা । ছাত্র-যুবদের মিছিল ছত্রভঙ্গ করতে প্রথমে টিয়ার গ্যাস ও তারপর লাঠিচার্জ করে পুলিশ । এর ফলে অসুস্থ হয়ে পড়ে অনেকেই । জখমও হয় একাংশ বিক্ষোভকারী ।

বামেদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে তা অগণতান্ত্রিক ও অমানবিক । তাই তার প্রতিবাদে আজ 12 ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে তারা । বনধে যোগ দিচ্ছে বাম অনুমোদিত ট্যাক্সি ও অ্যাপ ক্যাব সংগঠনগুলিও ।

আরও পড়ুন : বামেদের ডাকা বনধের মিশ্র প্রভাব রাজ্যজুড়ে

শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত রাজ্যে চলবে না প্রায় 40,000 ট্যাক্সি ও অ্যাপ ক্যাব । এমনটাই জানিয়েছেন এআইটিইউসি অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটির কনভেনর নাবাল কিশোর শ্রীবাস্তব ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.