ETV Bharat / state

বিজেপি কর্মী-পুলিশ ধস্তাধস্তি হেস্টিং অফিসে, ঘটনায় গ্রেফতার ৮ জন

বিজেপি হেস্টিং অফিসে ধুন্ধুমার। পুলিশের লাঠি চার্জ বিজেপি কর্মী সমর্থকদের। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। গ্রেফতার 8 জন।

BJP
HASTINGS OFFICE
author img

By

Published : Mar 16, 2021, 10:21 PM IST


কলকাতা, ১৬ মার্চ: বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলার পাশাপাশি এবার কলকাতার রাজ্য বিজেপির দফতরে প্রার্থী প্রত্যাহার নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনার পর হেস্টিংসে রাজ্য বিজেপির সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মী-সমর্থকদের।

বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভরত বিজেপি কর্মী-সমর্থকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেঁধে যায়। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে বিজেপির হেস্টিংস পার্টি অফিস থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনায় বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা নবদ্বীপ জোনের কনভেনর অভিজিৎ দাসকে ইট-পাথর ছোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনার পরেই পুলিশ তাঁকে বাঁচাতে গিয়ে লাঠিচার্জ করতে থাকে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।


কলকাতা, ১৬ মার্চ: বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলার পাশাপাশি এবার কলকাতার রাজ্য বিজেপির দফতরে প্রার্থী প্রত্যাহার নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনার পর হেস্টিংসে রাজ্য বিজেপির সামনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিজেপি কর্মী-সমর্থকদের।

বিজেপির রাজ্য সদর দফতরের সামনে বিক্ষোভরত বিজেপি কর্মী-সমর্থকদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেঁধে যায়। ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে বিজেপির হেস্টিংস পার্টি অফিস থেকে বিজেপি কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

ঘটনায় বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা নবদ্বীপ জোনের কনভেনর অভিজিৎ দাসকে ইট-পাথর ছোড়ে বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনার পরেই পুলিশ তাঁকে বাঁচাতে গিয়ে লাঠিচার্জ করতে থাকে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.