ETV Bharat / state

24 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

বিদায় নেওয়ার আগে শহর কলকাতায় ফিরেছে শীতের আমেজ ৷ তবে, তা বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷ কারণ ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

weather update rain possibility in some parts of west bengal says alipur weather office
24 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে
author img

By

Published : Feb 18, 2021, 12:54 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি : আগামী দু’দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আগামী 24 ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে, কলকাতায় আবার স্বাভাবিকের নিচে নেমেছে তাপমাত্রা । সেই সঙ্গে ফিরেছে শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ সর্বনিম্ন 47 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন : পরের সপ্তাহেই রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত

অন্যদিকে শুক্রবার অর্থাৎ 19 তারিখ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। মূলত উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই 24 পরগনা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা, 18 ফেব্রুয়ারি : আগামী দু’দিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় আগামী 24 ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে আগামী 48 ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে, কলকাতায় আবার স্বাভাবিকের নিচে নেমেছে তাপমাত্রা । সেই সঙ্গে ফিরেছে শীতের আমেজ। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ সর্বনিম্ন 47 শতাংশ। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আরও পড়ুন : পরের সপ্তাহেই রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত

অন্যদিকে শুক্রবার অর্থাৎ 19 তারিখ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। মূলত উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই 24 পরগনা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.