ETV Bharat / state

কলকাতায় আকাশ মেঘাচ্ছন্ন হলেও বৃষ্টি নেই, সঙ্গে বাড়ছে তাপমাত্রা - আজ কলকাতার তাপমাত্রা

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 19 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস ।

weather-update-of-west-bengal-temperature-in-kolkata-is-rising
weather-update-of-west-bengal-temperature-in-kolkata-is-rising
author img

By

Published : Feb 19, 2021, 3:05 PM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি : আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা । তবে বৃষ্টির সম্ভাবনা নেই । সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব কেটেও যায় । সারাটা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ঊর্ধ্বমুখী । গতকালের তুলনায় তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 39 শতাংশ । গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি ।

আরও পড়ুন : কুয়াশার দিল্লি, দিনেই নামল রাতের আঁধার !

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে । সোমবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে । এমনকি আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা প্রবল । আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তন ঘটবে । আজ ও আগামীকাল তাপমাত্রা কম বেশি চলতে থাকবে । তবে সোমবারের পর ফের তাপমাত্রা কিছুটা হলেও কমবে ।

কলকাতা, 19 ফেব্রুয়ারি : আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা । তবে বৃষ্টির সম্ভাবনা নেই । সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রভাব কেটেও যায় । সারাটা দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ।

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আজ ঊর্ধ্বমুখী । গতকালের তুলনায় তাপমাত্রা 10 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে । আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 39 শতাংশ । গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি ।

আরও পড়ুন : কুয়াশার দিল্লি, দিনেই নামল রাতের আঁধার !

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত কলকাতার তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে । সোমবারের পর থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 24 ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে । এমনকি আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা প্রবল । আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা পরিবর্তন ঘটবে । আজ ও আগামীকাল তাপমাত্রা কম বেশি চলতে থাকবে । তবে সোমবারের পর ফের তাপমাত্রা কিছুটা হলেও কমবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.