ETV Bharat / state

নতুন বছরের শুরুতেই কলকাতায় উধাও শীতের আমেজ

author img

By

Published : Jan 7, 2021, 12:48 PM IST

কলকাতায় শীতের আমেজে ঘাটতি পড়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অস্বস্তিকর গরম । এছাড়া জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আর্দ্রতা বৃদ্ধি পেয়েছে ।

নতুন বছরের শুরুতেই কলকাতায় উধাও শীতের আমেজ
নতুন বছরের শুরুতেই কলকাতায় উধাও শীতের আমেজ

কলকাতা, 7 জানুয়ারি : নতুন বছর পড়তে না পড়তেই কলকাতায় শীতের আমেজে ভাটা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম । আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই ।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা ফের কমতে পারে এবং একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তুরে হাওয়া বওয়া বন্ধ হয়ে গেছে । বরং সমুদ্রপৃষ্ঠ থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে । জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । রাতে ও ভোরে হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে যাবে ।

আরও পড়ুন : বরফে মোড়া জম্মু-কাশ্মীর

সকাল থেকেই আজ কলকাতার আকাশ মেঘলা । ভোরবেলা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই আমেজ কেটে গিয়ে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 44 শতাংশ । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায় আগামী 24 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা প্রবল । আগামী কয়েকদিনে আরও তাপমাত্রার পতন ঘটবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে । দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর-পশ্চিম ভারত ও উত্তর ভারতের বেশকিছু রাজ্যে কুয়াশার প্রভাব থাকবে ।

কলকাতা, 7 জানুয়ারি : নতুন বছর পড়তে না পড়তেই কলকাতায় শীতের আমেজে ভাটা । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম । আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই ।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা ফের কমতে পারে এবং একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে উত্তুরে হাওয়া বওয়া বন্ধ হয়ে গেছে । বরং সমুদ্রপৃষ্ঠ থেকে আসা জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে । জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । রাতে ও ভোরে হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে কুয়াশা কেটে যাবে ।

আরও পড়ুন : বরফে মোড়া জম্মু-কাশ্মীর

সকাল থেকেই আজ কলকাতার আকাশ মেঘলা । ভোরবেলা শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই আমেজ কেটে গিয়ে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 44 শতাংশ । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস । আগামী 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায় আগামী 24 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা প্রবল । আগামী কয়েকদিনে আরও তাপমাত্রার পতন ঘটবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে । দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তর-পশ্চিম ভারত ও উত্তর ভারতের বেশকিছু রাজ্যে কুয়াশার প্রভাব থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.