কলকাতা, 16 নভেম্বর: এই মুহূর্তে কলকাতা বা তৎপার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার থেকে থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তাই শীত এখন কিছুটা হলেও দূরে ৷ এছাড়াও এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও ইঙ্গিত না থাকায় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে, বলছে হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷
বর্ষার মতো শীত পড়ার নির্দিষ্ট তারিখ নেই। 15 ডিগ্রির নীচে সর্বনিম্ন তাপমাত্রা নামলে এবং তা কয়েকদিন স্থায়ী হলে শীত পড়েছে বলা হয়। জেলা, শহরে সেই অবস্থা তৈরি হলেও কলকাতার ক্ষেত্রে তা সৃষ্টি হয়নি। হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলছেন, "এই মুহূর্তে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও ইঙ্গিত না থাকায় আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। 18 থেকে 20 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই।"
তিনি আরও জনান, রাতের তাপমাত্রা এই মুহূর্তে স্বাভাবিকের থেকে দুই থেকে চার ডিগ্রি কম চলছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। অন্যান্য বছরে এই সময় যা আবহাওয়া থাকে তার থেকে চার ডিগ্রি কম চলছে। এই মুহূর্তে কলকাতা বা তৎপার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার থেকে থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে (Weather Report)।
আরও পড়ুন: তুষারপাতে মুড়ল বদ্রীনাথ, রইল ভিডিয়ো
তাঁর মতে, নভেম্বর মাসে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা যেখানে থাকে তার তুলনায় চলতি বছরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী চার থেকে পাঁচ দিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ওপরের জেলার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের দুই এক জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও তাপমাত্রা প্রধানত স্বাভাবিকই আছে। তাপমাত্রার এই ধারা আগামী চার-পাঁচ দিনই থাকবে।
মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 93 শতাংশ। বুধবার দিনেরবেলা আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে (Weather Forecast)।
আরও পড়ুন: নতুন চাকরিতে যোগ দেওয়ার সম্ভাবনা কোন কোন রাশির, জানুন রাশিফলে