ETV Bharat / state

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা, রবিবার থেকে কমবে তাপমাত্রা - আজকের আবহাওয়ার খবর

রবিবার থেকে ফের কমতে পারে তাপমাত্রা । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে শুক্রবার পর্যন্ত । শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে । এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

image
আলিপুর আবহাওয়া অফিস
author img

By

Published : Dec 25, 2019, 5:53 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর : রবিবার থেকে ফের কমতে পারে তাপমাত্রা । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে শুক্রবার পর্যন্ত । এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

আগামী 48 ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না । রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । এর মধ্যে পশ্চিম বর্ধমান ,বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 27 ডিসেম্বর পর্যন্ত এমন আবহাওয়া থাকবে । অন্যদিকে, আগামী দু'দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে ।

রবিবার থেকে পারদ নামতে শুরু করবে । 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ ।

কলকাতা, 25 ডিসেম্বর : রবিবার থেকে ফের কমতে পারে তাপমাত্রা । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে শুক্রবার পর্যন্ত । এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

আগামী 48 ঘণ্টায় তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না । রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে । এর মধ্যে পশ্চিম বর্ধমান ,বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 27 ডিসেম্বর পর্যন্ত এমন আবহাওয়া থাকবে । অন্যদিকে, আগামী দু'দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে ।

রবিবার থেকে পারদ নামতে শুরু করবে । 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 44 শতাংশ ।

Intro:রবিবারের পর থেকে ফের তাপমাত্রা কমতে পারে‌। শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে আবহাওয়া উন্নতি হবে। তাই জাকিয়ে ঠান্ডায় বর্ষবিদায় ও বর্ষবরণ এর আনন্দ চুটিয়ে উপভোগ করা যাবে। শনিবারের পর থেকেই শীতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হবে রাজ্যজুড়্যে। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়।


Body:আগামী 24 ঘণ্টায় পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গ কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 27 তারিখ দক্ষিণবঙ্গ জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল ও পরশু উত্তরবঙ্গ জেলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Conclusion:আগামী 48 ঘণ্টায় পরিবর্তন হবে না। এরপর তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করবে। 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে জানিয়েছে আলিপুরা দপ্তর। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ডে অবস্থিত হয়েছে। ফলে ঝারখান সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি হবে। সেইসঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয়বাষ্প ডুকছে রাজ্যের পশ্চিমের গরম বাতাসের সংস্পর্শে স্থানীয় মেঘ তৈরি করছে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 দশমিক 9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% ও সর্বনিম্ন 44 শতাংশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.