ETV Bharat / state

অবশেষে শীত এল রাজ্যে

চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি পারদ নেমেছে । আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে ।

image
আলিপুর আবহাওয়া দপ্তর
author img

By

Published : Dec 18, 2019, 3:28 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর : অবশেষে রাজ্যে এল শীত । চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি পারদ নেমেছে । আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে ।

পশ্চিমী ঝঞ্ঝার রেশ কেটে যাওয়ার পরেই বিনা বাধায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া । ফলে ক্রমশ কমবে তাপমাত্রা । সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত যেতে পারে । এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর । বিহার ,উত্তর প্রদেশ সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে ঠান্ডা আবহাওয়ার জেরে পারদ আরো কিছুটা নামবে ।


কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা

  • দার্জিলিং- 4 ডিগ্রি সেলসিয়াস
  • কালিম্পং- 6 ডিগ্রি সেলসিয়াস
  • জলপাইগুড়ি - 13.1 ডিগ্রি সেলসিয়াস
  • কোচবিহার - 9.6 ডিগ্রি সেলসিয়াস
  • মালদা - 12.9 ডিগ্রি সেলসিয়াস
  • আসানসোল - 12.3 ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া - 12.6 ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান - 13.2 ডিগ্রি সেলসিয়াস
  • ক্যানিং - 16 ডিগ্রি সেলসিয়াস
  • ডায়মন্ড হারবার - 15.4 ডিগ্রি সেলসিয়াস
  • দীঘা - 16 ডিগ্রি সেলসিয়াস
  • দমদম - 14. 8 ডিগ্রি সেলসিয়াস
  • হলদিয়া - 16.5 ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুন্ডা - 15.4 ডিগ্রি সেলসিয়াস
  • কলকাতা - 15. 6 ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর - 16 ডিগ্রি সেলসিয়াস
  • সল্টলেক - 15.7 ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন - 9.9 ডিগ্রি সেলসিয়াস


অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলাগুলিতে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয় । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 18 ডিসেম্বর : অবশেষে রাজ্যে এল শীত । চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । এক ধাক্কায় প্রায় তিন ডিগ্রি পারদ নেমেছে । আগামী কয়েকদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকবে ।

পশ্চিমী ঝঞ্ঝার রেশ কেটে যাওয়ার পরেই বিনা বাধায় প্রবেশ করছে উত্তুরে হাওয়া । ফলে ক্রমশ কমবে তাপমাত্রা । সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত যেতে পারে । এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর । বিহার ,উত্তর প্রদেশ সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে ঠান্ডা আবহাওয়ার জেরে পারদ আরো কিছুটা নামবে ।


কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা

  • দার্জিলিং- 4 ডিগ্রি সেলসিয়াস
  • কালিম্পং- 6 ডিগ্রি সেলসিয়াস
  • জলপাইগুড়ি - 13.1 ডিগ্রি সেলসিয়াস
  • কোচবিহার - 9.6 ডিগ্রি সেলসিয়াস
  • মালদা - 12.9 ডিগ্রি সেলসিয়াস
  • আসানসোল - 12.3 ডিগ্রি সেলসিয়াস
  • বাঁকুড়া - 12.6 ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধমান - 13.2 ডিগ্রি সেলসিয়াস
  • ক্যানিং - 16 ডিগ্রি সেলসিয়াস
  • ডায়মন্ড হারবার - 15.4 ডিগ্রি সেলসিয়াস
  • দীঘা - 16 ডিগ্রি সেলসিয়াস
  • দমদম - 14. 8 ডিগ্রি সেলসিয়াস
  • হলদিয়া - 16.5 ডিগ্রি সেলসিয়াস
  • কলাইকুন্ডা - 15.4 ডিগ্রি সেলসিয়াস
  • কলকাতা - 15. 6 ডিগ্রি সেলসিয়াস
  • মেদিনীপুর - 16 ডিগ্রি সেলসিয়াস
  • সল্টলেক - 15.7 ডিগ্রি সেলসিয়াস
  • শ্রীনিকেতন - 9.9 ডিগ্রি সেলসিয়াস


অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলাগুলিতে সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর । আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয় । আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Intro:অনেক টালবাহানার পরে অবশেষে রাজ্যে এল শীত। চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত পড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ প্রায় তিন ডিগ্রি কমেছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস। যদিও সর্বোচ্চ তাপমাত্রা এখনো স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 25 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি।


Body:কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। আর এর ফলে তাপমাত্রা ক্রমশ কমবে। সপ্তাহ শেষে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পর্যন্ত যেতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার রেশ কেটে যাওয়ার পরেই বিনা বাধায় রাজ্যে প্রবেশ করছে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস প্রবেশ করার ফলে দ্রুত পারা পতন হচ্ছে তাপমাত্রার। বিহার উত্তর প্রদেশ সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলোতে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরে পারদ আরো কিছুটা নামবে।


Conclusion:আলিপুর আবহাওয়া দপ্তর সর্তকতা দিয়েছে উত্তরবঙ্গের কিছু জেলাগুলোতে। ঘন কুয়াশার জের দৃশ্যমানতা কমে 200 থেকে 500 মিটার পর্যন্ত থাকবে। আলিপুরদুয়ার কোচবিহার ওর জলপাইগুড়ির কিছু অংশে ঘন কুয়াশার প্রভাব থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি নিচে থাকবে। পশ্চিমের গুলো জেলাগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি কাছাকাছি থাকবে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকবে।


কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা
দার্জিলিং 4 ডিগ্রি সেলসিয়াস
কালিংপং 6
জলপাইগুড়ি 13.1
কোচবিহার 9.6
মালদা 12.9
আসানসোল 12.3
বাঁকুড়া 12.6
বর্ধমান 13.2
ক্যানিং 16
ডায়মন হারবার 15.4
দীঘা 16
দমদম 14. 8
হলদিয়া 16.5
কলাইকুন্ডা 15.4
কলকাতা 15. 6
মেদিনীপুর 16
সটলেক 15.7
শ্রীনিকেতন 9.9
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.