ETV Bharat / state

আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস - kolkata

আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 17, 2019, 5:04 PM IST

কলকাতা, ১৭ মার্চ : আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

ছত্তিশগড় ও বিদর্ভের উপর দুটি ঘূর্ণবাত এখনও অবস্থান করছে। তারা শক্তি বৃদ্ধি করছে। এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতাতেও আজ সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া অফিস। হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটারের বেশি থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতা, ১৭ মার্চ : আজ সন্ধ্যার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস। অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

ছত্তিশগড় ও বিদর্ভের উপর দুটি ঘূর্ণবাত এখনও অবস্থান করছে। তারা শক্তি বৃদ্ধি করছে। এর জেরেই উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতাতেও আজ সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হবে বলে মনে করছে আবহাওয়া অফিস। হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটারের বেশি থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

wb_kol_8002_weather_15march_prajna
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.