ETV Bharat / state

রাজ্যে আজ ও কাল ঝড়-বৃষ্টির পূর্বাভাস - undefined

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা।

ঝড় বৃষ্টি
author img

By

Published : Mar 16, 2019, 3:42 AM IST

কলকাতা, ১৬ মার্চ : আজ সন্ধ্যার পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে,জানাল আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে, ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে কাল বৃষ্টি কমতে পারে। সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মঙ্গলবার থেকে ফের শুরু হতে পারে ঝড় ও বৃষ্টি।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ থেকেও ঠান্ডা বাতাস প্রবেশ করছে। যার সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। এর ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে।

আবহাওয়াবিদ গণেশ দাস জানিয়েছেন ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের বেলায় সূর্যের তাপ থাকবে এবং গরম অনুভূত হবে। জলীয় বাষ্প পরিমাণে বেশি থাকায় অস্বস্তিকর ও কষ্টকর আবহাওয়া থাকবে।

কলকাতা, ১৬ মার্চ : আজ সন্ধ্যার পর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে,জানাল আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাসে জানানো হয়েছে, ওড়িশা উপকূলের উপর সৃষ্ট ঘূর্ণাবর্তের কারণে এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। তবে কাল বৃষ্টি কমতে পারে। সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। তবে মঙ্গলবার থেকে ফের শুরু হতে পারে ঝড় ও বৃষ্টি।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গ থেকেও ঠান্ডা বাতাস প্রবেশ করছে। যার সংস্পর্শে এসে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হচ্ছে। এর ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানসহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হবে।

আবহাওয়াবিদ গণেশ দাস জানিয়েছেন ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমলেও দিনের বেলায় সূর্যের তাপ থাকবে এবং গরম অনুভূত হবে। জলীয় বাষ্প পরিমাণে বেশি থাকায় অস্বস্তিকর ও কষ্টকর আবহাওয়া থাকবে।

Intro:নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে এরই পরিপ্রেক্ষিতে পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন তিনি সংবিধান বিরোধী কোনো কাজ করেননি। ফিরহাদ হাকিম বলেন তিনি নির্বাচনের আচরণবিধি লংঘন করার মত কিছু বলেননি। তিনি বলেন নির্বাচন কমিশন এর আগেও উনার বিরুদ্ধে মামলা করেছে। আসলে নির্বাচন কমিশন পছন্দ করে না মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন নির্বাচন কমিশনের আমার প্রতি এলার্জি রয়েছে।


Body:লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত কয়েকদিন আগেই চেতলা রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন রাজ্যে কেন্দ্র বাহিনী থাকবে ভোটের কদিন। বাকি সময় । এই মন্তব্য পর সিপিআইএম ও বিজেপি পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়। বিরোধীরা অভিযোগ করে ফিরহাদ হাকিম নির্বাচন আচরণবিধি লংঘন করেছে।


Conclusion:বিজেপিকে কটাক্ষ করে ফিরাজ হাকিম বলেন বর্তমানে এরাজ্যে দিলীপ ঘোষের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। ভোটের দিন যত এগোচ্ছে এই রাজ্যে কন্ট্রোলিং পাওয়ার চলে যাচ্ছে মুকুল রায়ের হাতে। দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনার শমীক ভট্টাচার্য রিতেশকে দেখাই যাচ্ছে না। দিল্লীতে বসে মুকুল রায় একের পর এক জয়েন করাচ্ছে। দিলীপ ঘোষের কাছে কোন খবরই থাকছে না উনি টিভিতে বসে দেখছেন জয়েনিং এর খবর। কদিন
বাদে মুরলীধর লেনের পার্টি অফিস তো উঠে যাবে বলেন ফিরহাদ হাকিম। দিলীপ ঘোষ কে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন দিলীপ ঘোষ দের অস্তিত্ব এখন বিপন্ন তাই তাদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.