ETV Bharat / state

Weather Forecast : মনখারাপের দশমীতেও বৃষ্টির পূর্বাভাস, থাকবে অস্বস্তিকর গরম - বিজয়া দশমী

আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি থাকবে ।

Weather Forecast
Weather Forecast
author img

By

Published : Oct 15, 2021, 10:09 AM IST

কলকাতা, 15 অক্টোবর : আজ বিজয়া দশমী ৷ অবাঙালিদের দশেরা ৷ মর্ত্যে চারটে দিন কাটিয়ে সপরিবারের কৈলাসে ফেরার তোড়জোড় দুর্গা মায়ের ৷ গঙ্গার ঘাটগুলিতে চলছে নিরঞ্জনের প্রস্তুতি ৷ তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সমাপ্তির দিনেও বৃষ্টি থেকে রেহাই নেই ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দশমীর দিন বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা ৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা- এই সাত জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি চলে আসবে । এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে । তবে এই নিম্নচাপের দাপটে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আরও পড়ুন : Puja Parikrama : বর্ধমানে এক টুকরো আন্দামান

আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি বেশি । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন : Eastern Railway : বুর্জ খলিফায় ভিড় নিয়ন্ত্রণে আসরে পূর্ব-রেল, বিধাননগর স্টেশনে থামবে না ডাউন ট্রেন

কলকাতা, 15 অক্টোবর : আজ বিজয়া দশমী ৷ অবাঙালিদের দশেরা ৷ মর্ত্যে চারটে দিন কাটিয়ে সপরিবারের কৈলাসে ফেরার তোড়জোড় দুর্গা মায়ের ৷ গঙ্গার ঘাটগুলিতে চলছে নিরঞ্জনের প্রস্তুতি ৷ তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের সমাপ্তির দিনেও বৃষ্টি থেকে রেহাই নেই ৷ আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দশমীর দিন বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা ৷ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা- এই সাত জেলার অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷

বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ আজ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছাকাছি চলে আসবে । এই নিম্নচাপ আরও সক্রিয় হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে । নিম্নচাপের সরাসরি প্রভাব পড়বে না আমাদের রাজ্যে । তবে এই নিম্নচাপের দাপটে আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আরও পড়ুন : Puja Parikrama : বর্ধমানে এক টুকরো আন্দামান

আজ সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে । আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি থাকবে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে যা 1 ডিগ্রি বেশি । গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ । ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন : Eastern Railway : বুর্জ খলিফায় ভিড় নিয়ন্ত্রণে আসরে পূর্ব-রেল, বিধাননগর স্টেশনে থামবে না ডাউন ট্রেন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.