কলকাতা, 19 এপ্রিল : দক্ষিণবঙ্গে বৃষ্টি এখন বেপাত্তা ৷ গ্রীষ্মের দাবদাহের সামনে পড়ে দক্ষিণবঙ্গবাসী 'বৃষ্টি চাই, বৃষ্টি' বলে কাতর আর্তি জানাচ্ছে । মার্চ মাস কেটেছে বৃষ্টিশুন্য ৷ এখন এপ্রিলের মাঝামাঝি সময়েও দক্ষিণে বৃষ্টির লেশ মাত্র নেই ৷ চলতি মাসের শুরু থেকেই গরম যেন তার দাপট বেশি করে দেখাচ্ছে । দিন যত গড়াচ্ছে সেই দাপট আরও বাড়ছে ৷ আর ততই গাঙ্গেয়ও পশ্চিমবঙ্গ অসহ্য হয়ে উঠছে (West Bengal Weather Update ।
ভ্যাপসা গরমে মানুষ নাজেহাল। এই সময় চিরাচরিত কালবৈশাখী এবং বৃষ্টি স্বস্তি আনতে পারে। এ বছর আবহবিদদের ব্যাখ্যায় কালবৈশাখীর পরিস্থিতি সেভাবে তৈরি হয়নি। ফলে শুষ্ক গরমে জেরবার দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলায় তো তাপপ্রবাহের পরিস্থিতি। অথচ উত্তরবঙ্গে নিয়মিত ঝড় বৃষ্টি হয়ে চলেছে। ঝড়ের ধাক্কায় বেশকিছু জেলায় ব্যাপক ক্ষতিও হয়েছে। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে ছবিটা পরিবর্তন হবে।
বৃহষ্পতিবার থেকে কালবৈশাখী এবং বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃহস্পতি, শুক্র, শনি এই তিন দিনে বিকেলের দিকে গরমের দাপট কমবে কালবৈশাখীর হাত ধরে। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই মেদিনীপুরে পারদ কমতে পারে। তবে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। পারদ চড়তে পারে 42 ডিগ্রিতেও।
আরও পড়ুন : ভুল বোঝাবুঝি এড়াতে কর্মক্ষেত্রে কথা বলুন বুঝে শুনে, ইঙ্গিত রাশিফলে
এদিকে সোমবারের সকালের আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে রোদের তাপ বেড়েছে, সঙ্গে গরম। কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি ৷ যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবারের দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে। ফলে এদিনও অসহ্য গরম ভবিতব্য, সঙ্গে আর্তি 'বৃষ্টি চাই, বৃষ্টি' ৷